পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাহাড়ি বাঁকে উল্টে গেল পর্যটকদের গাড়ি ! জলপাইগুড়িতে আহত 13 - JALPAIGURI ROAD ACCIDENT

জাতীয় সড়কের নির্মীয়মাণ লুপ সেতু দেখতে গিয়ে উল্টে গেল পর্যটকদের গাড়ি ৷ দুর্ঘটনায় আহতদের মধ্যে 12 জন মহিলা ও এক নাবালক ৷

JALPAIGURI ROAD ACCIDENT
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2025, 7:32 AM IST

জলপাইগুড়ি, 3 জানুয়ারি: জাতীয় সড়কের নির্মীয়মাণ লুপ সেতু দেখতে গিয়ে অঘটন ৷ বৃহস্পতিবার রাতে ওই গাড়িটি বাগরাকোট ও চুইখিম নির্মীয়মাণ লুপ সেতুতে উল্টে যায় ৷ আহত হন 12 জন মহিলা ও একজন 11 বছরের নাবালক। তাঁরা ডুয়ার্সের মালবাজার এলাকার আইসিডিএস কর্মী ৷ বর্তমানে সকলেই চিকিৎসাধীন ৷

নির্মীয়মাণ এই নতুন সিকিমগামী পাহাড়ি পথের দৃশ্য দেখতে পর্যটকদের ভিড় লেগেই রয়েছে শীতের মরশুমে ৷ এদিনও সেমতো একটি ম্যাজিক গাড়ি করে ওই 13 জন বাগরাকোট ও চুইখিম নির্মীয়মাণ লুপ সেতু দেখতে হাজির হন ৷ কিন্তু পাহাড়ি বাঁকে ঘটে যায় অঘটন ৷ গাড়িটি উল্টে গেলে স্থানীয় দুই পর্যটক প্রথমে উদ্ধারকার্যে হাত লাগান। আহতদের উদ্ধার করে একটি পিক-আপ ভ্যানে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

লুপ সেতু দেখতে গিয়ে উল্টে গেল পর্যটকদের গাড়ি (ইটিভি ভারত)

উদ্ধারকারী দুই যুবক শুভময় রায় এবং সুরেশ আগরওয়াল জানান,পর্যটকদের নিয়ে ম্যাজিক গাড়িটি আচমকাই পাহাড়ি বাঁকে উল্টে যায়। তাতে সবাই আহত হন। সেখান দিয়ে যাওয়া একটি পিক-আপ ভ্যান থামিয়ে আমরা সকলকে উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠাই ৷ 13 জনের মধ্যে দুই জনের আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ৷

পাহাড়ি বাঁকে ওলটাল পর্যটকদের গাড়ি (নিজস্ব ছবি)

উল্লেখ্য, শিলিগুড়ি থেকে সেবক হয়ে ডুয়ার্সের রাস্তা দিয়ে ওদলাবাড়ির আগে বাঁ-হাতে ছোট্ট জনপদ বাগরাকোট ৷ সেখান থেকে শুরু হয়ে 717-এ জাতীয় সড়ক পেডং পেরিয়ে পূর্ব সিকিমের ঋষি সীমান্ত পর্যন্ত যাবে। তারপর রেনক-রোরেথাঙ, পাকিয়ং, রানিপুল হয়ে উত্তর সিকিমের মেনলা পর্যন্ত এগিয়ে যাবে 717-বি জাতীয় সড়ক।

গুগল ম্যাপ দেখে গাড়ি ছুটল নির্মীয়মাণ সেতুতে, 50 ফুট উপর থেকে পড়ল নদীতে

ABOUT THE AUTHOR

...view details