জলপাইগুড়ি, 1 জুন: সাত সকালে হঠাৎ ঝড় ! ব্যাপক ক্ষয়ক্ষতি হল ময়নাগুড়ি পৌরসভা এলাকায় । বিশেষ করে হাসপাতাল পাড়া, স্টেশন রোড, আনন্দ নগর, ময়নাগুড়ি বাজার, সিনেমাহল পাড়া-সহ ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা শনিবারের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে । প্রচুর বড় বড় গাছ উপড়ে পড়েছে । শুধু তাই নয়, বাড়ির উপর এমনভাবে গাছ এসে পড়েছে যে অল্পের জন্য বাসিন্দারা প্রাণ রক্ষা পেয়েছেন । ঝড়ে গুরুতর আহত হয়েছেন একজন । তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে । এছাড়াও ঝড়ে এখনও পর্যন্ত ময়নাগুড়িতে অন্তত আরও 9 জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে ৷ আহতদের ময়নাগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য ।
ঝড়ে নিউ ময়নাগুড়ি রেলওয়ে স্টেশনের বেশ কয়েকটি স্টাফ কোয়াটারের টিনের চাল উড়ে গিয়েছে । সেগুলির মধ্যে কিছু চাল এসে পড়েছে বিদ্যুতের তারের উপর ৷ যার ফলে তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে । জানা গিয়েছে, ঝড়ের জেরে রেলের বিভিন্ন সম্পত্তি নষ্ট হয়েছে । পাশাপাশি ময়নাগুড়ি শহরের প্রতিটি ওয়ার্ডেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । ময়নাগুড়ির পৌরসভার কাউন্সিলর ঝুলন সান্যাল বলেন, "এমন ঝড় আগে দেখিনি । ঝড়ে বেশ কয়েকজন আহত হয়েছে ৷ বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছে । আমরা রাস্তায় আছি ৷ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে আছে । রাস্তা পরিষ্কার করার চেষ্টা চলছে । আমরা কিছুদিন আগেই বার্নিশে ঘুর্ণিঝড় দেখলাম । আজ ময়নাগুড়ি শহরে ঝড় হল । পাকা বাড়ি ছিল বলে অনেকে বেঁচে গেলেন ।"