মেজিয়া, 8 অগস্ট: ঘড়িতে তখন দুপুর প্রায় দেড়টা ৷ বৃহস্পতিবার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে চিৎকার শোনা যাচ্ছে ৷ 2 নম্বর ইউনিটে মেরামতির কাজ চলাকালীন আচমকাই ইলেকট্রিক ব্রেকার থেকে আগুনের হলকা বেরিয়ে আসে। সেই সময় সেখানে কাজ করছিলেন চারকর্মী-সহ এক ইঞ্জিনিয়ার ৷ আগুনে ঝলসে চিৎকার করতে থাকেন তাঁরা ৷ তড়িঘড়ি তাঁদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
ডিভিসি পরিচালিত মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 2 নম্বর ইউনিটে গত 1 তারিখ থেকে উৎপাদন বন্ধ রেখে রুটিন মেইনটেনেন্সের কাজ চলছিল। সূত্রের খবর, ওই ইউনিটেই এদিন কাজ চলাকালীন দুর্ঘটনাটি ঘটে ৷ ইঞ্জিনিয়ার ছাড়া আহত চারজন ঠিকাকর্মী হিসাবে কাজ করতেন ৷ দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত 5 জনের চিকিৎসা শুরু হয়েছে। এখনই তাঁদের সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। তবে কয়েকজনের অবস্থা যে আশঙ্কাজনক, তা জানানো হয় হাসপাতাল সূত্রে।