ETV Bharat / entertainment

রহস্য যেন পিছু ছাড়ে না ! এবার পুরীতে খুনের তদন্তে একেনবাবু - PURO PURI EKEN

রহস্য সমাধানে জগন্নাথ ধামে যাচ্ছেন একেন বাবু ৷ দুর্দান্ত ট্রেলারে পুরীর সংস্কৃতির পাশাপাশি ধরা পড়ল অজানা রোমাঞ্চের খোঁজ ৷

puro puri eken trailer
পুরীতে খুনের তদন্তে একেনবাবু (PR Handout)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 16, 2025, 11:56 AM IST

কলকাতা, 16 জানুয়ারি: গুটি গুটি পায়ে ফের আসার সময় হয়ে গেল একেন্দ্র সেনের। ফের এক রহস্য এবং তার সু- সমাধান। 23 জানুয়ারি থেকে স্ট্রিমিং শুরু 'পুরো পুরী একেন'-এর। পুরীর প্রাণবন্ত এবং মনোরম সাংস্কৃতিক পটভূমিতে তৈরি রোমাঞ্চকর হত্যা রহস্য রয়েছে গল্পের কেন্দ্রে। সামনে এসেছে ট্রেলার ৷ সাসপেন্সের মিশেলে রয়েছে একেনবাবুর বুদ্ধিদীপ্ত হাস্যরসও ৷

বেঙ্গালুরু, ঢাকা, কলকাতা, শান্তিনিকেতন-সহ আরও নানা জায়গায় ঘুরে রহস্যভেদ করার পর পেটুক, বেশি কথা বলা গোয়েন্দা একেন এবার পাড়ি দিয়েছে পুরীতে। রহস্য যে তার পিছু ছাড়ে না। সবসময়ের মতো এবারেও সঙ্গী বাপি ও প্রমথ। একেন জানতে পারে এক কথাকলি নৃত্যশিল্পীর কাছে ঘনঘন আসছে হুমকির ফোন। পাশাপাশি ঘটছে একের পর এক খুন। কে দিচ্ছে হুমকি? কে আছে এই সিরিয়াল কিলিং-এর নেপথ্যে? সব জানা যাবে সিরিজটি দেখলে।

একেনবাবুর ভূমিকায় যথারীতি অনির্বাণ চক্রবর্তী। বাপি ও প্রমথর ভূমিকায় যথাক্রমে সুহোত্র মুখোপাধ্যায় ও সোমক ঘোষ। রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রাজনন্দিনী পাল, শঙ্কর দেবনাথ-সহ আরও অনেকে। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজ়ের আউটডোর শুটিং হয়েছে পুরী, কোণারকের সূর্যমন্দির, উদয়গিরি ও রঘুরাজপুরের মতো জায়গাতে। ফলে, দর্শকের রহস্য দেখা এবং পুরী ঘোরা একইসঙ্গে হয়ে যাবে 'পুরোপুরি একেন'-এ।

puro puri eken trailer
সিরিজের দৃশ্য (PR Handout)

সুজন দাশগুপ্তর উপন্যাস থেকে সংগৃহীত একেন বাবুকে পূর্ণ মর্যাদায় দর্শকের সামনে ছয়টি বছর ধরে হাজির করছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। 23 জানুয়ারি থেকেই ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে স্ট্রিমিং শুরু এই সিরিজের। উল্লেখ্য, এই দিনই আবার সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত অনির্বাণ চক্রবর্তী অভিনীত 'সত্যি বলে সত্যি কিছু নেই' ছবিটিও মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। তাও আবার একই প্রযোজনা সংস্থা থেকে।

puro puri eken trailer
একেন বাবু (PR Handout)

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.