রহস্য যেন পিছু ছাড়ে না ! এবার পুরীতে খুনের তদন্তে একেনবাবু - PURO PURI EKEN
রহস্য সমাধানে জগন্নাথ ধামে যাচ্ছেন একেন বাবু ৷ দুর্দান্ত ট্রেলারে পুরীর সংস্কৃতির পাশাপাশি ধরা পড়ল অজানা রোমাঞ্চের খোঁজ ৷
By ETV Bharat Entertainment Team
Published : Jan 16, 2025, 11:56 AM IST
কলকাতা, 16 জানুয়ারি: গুটি গুটি পায়ে ফের আসার সময় হয়ে গেল একেন্দ্র সেনের। ফের এক রহস্য এবং তার সু- সমাধান। 23 জানুয়ারি থেকে স্ট্রিমিং শুরু 'পুরো পুরী একেন'-এর। পুরীর প্রাণবন্ত এবং মনোরম সাংস্কৃতিক পটভূমিতে তৈরি রোমাঞ্চকর হত্যা রহস্য রয়েছে গল্পের কেন্দ্রে। সামনে এসেছে ট্রেলার ৷ সাসপেন্সের মিশেলে রয়েছে একেনবাবুর বুদ্ধিদীপ্ত হাস্যরসও ৷
বেঙ্গালুরু, ঢাকা, কলকাতা, শান্তিনিকেতন-সহ আরও নানা জায়গায় ঘুরে রহস্যভেদ করার পর পেটুক, বেশি কথা বলা গোয়েন্দা একেন এবার পাড়ি দিয়েছে পুরীতে। রহস্য যে তার পিছু ছাড়ে না। সবসময়ের মতো এবারেও সঙ্গী বাপি ও প্রমথ। একেন জানতে পারে এক কথাকলি নৃত্যশিল্পীর কাছে ঘনঘন আসছে হুমকির ফোন। পাশাপাশি ঘটছে একের পর এক খুন। কে দিচ্ছে হুমকি? কে আছে এই সিরিয়াল কিলিং-এর নেপথ্যে? সব জানা যাবে সিরিজটি দেখলে।
একেনবাবুর ভূমিকায় যথারীতি অনির্বাণ চক্রবর্তী। বাপি ও প্রমথর ভূমিকায় যথাক্রমে সুহোত্র মুখোপাধ্যায় ও সোমক ঘোষ। রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রাজনন্দিনী পাল, শঙ্কর দেবনাথ-সহ আরও অনেকে। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজ়ের আউটডোর শুটিং হয়েছে পুরী, কোণারকের সূর্যমন্দির, উদয়গিরি ও রঘুরাজপুরের মতো জায়গাতে। ফলে, দর্শকের রহস্য দেখা এবং পুরী ঘোরা একইসঙ্গে হয়ে যাবে 'পুরোপুরি একেন'-এ।
সুজন দাশগুপ্তর উপন্যাস থেকে সংগৃহীত একেন বাবুকে পূর্ণ মর্যাদায় দর্শকের সামনে ছয়টি বছর ধরে হাজির করছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। 23 জানুয়ারি থেকেই ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে স্ট্রিমিং শুরু এই সিরিজের। উল্লেখ্য, এই দিনই আবার সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত অনির্বাণ চক্রবর্তী অভিনীত 'সত্যি বলে সত্যি কিছু নেই' ছবিটিও মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। তাও আবার একই প্রযোজনা সংস্থা থেকে।