হায়দরাবাদ, 16 জানুয়ারি: নিজের বাড়িতেই হামলার শিকার অভিনেতা সইফ আলি খান ৷ ছুরি দিয়ে ছ'বার অভিনেতার ওপর হামলা ৷ লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ৷ সেখানে অস্ত্রোপচার করে পিঠে আটকে থাকা ছুরির টুকরো বের করেছেন চিকিৎসকরা ৷ ইতিমধ্যেই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে ৷ অভিনেতা এখন বিপদমুক্ত ৷ জানানো হয়েছে সইফের পিআর টিমের পক্ষ থেকে ৷
পাশাপাশি দুটি ক্ষত গভীর ছিল ৷ 10টা সেলাই পড়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ৷ ইতিমধ্যেই বাবাকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন ইব্রাহিম আলি খান ও সারা আলি খান ৷ এই ঘটনায় দুশ্চিন্তা প্রকাশ করেছেন একাধিক সিনে তারকা ৷ পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন বিনোদন জগতের তারকারা ৷
#WATCH | " investigation is underway. i can't disclose the details," says dixit gedam, dcp zone 9 of mumbai police, who is part of the team investigating an attack on actor saif ali khan. pic.twitter.com/zElDX5LRjy
— ANI (@ANI) January 16, 2025
জুনিয়র এনটিআর এক্স হ্যান্ডেলে সইফের উপর হামলার ঘটনায় হতচকিত হয়েছেন ৷ 'দেবারা' সিনেমার সহ-অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি ৷ জুনিয়র এনটিআর লেখেন, "সইফের ওপর হামলার ঘটনায় অবাক হয়েছি ৷ এই ঘটনায় চিন্তিত ৷ সইফ দ্রুত সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনা করি ৷"
Shocked and saddened to hear about the attack on Saif sir.
— Jr NTR (@tarak9999) January 16, 2025
Wishing and praying for his speedy recovery and good health.
মেগাস্টার চিরঞ্জীবী সোশাল মিডিয়ায় অভিনেতা সইফের দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট করেছেন ৷ এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন ৷ তিনি লেখেন, "সইফের ওপর বহিরাগত কারোর হামলার ঘটনা শুনে ভীষণ শঙ্কিত ৷ মানসিক ভাবে বিপর্যস্ত ৷ দ্রুত সুস্থ হয়ে উঠুক সইফ ৷"
Deeply Disturbed by news of the attack by an intruder on #SaifAliKhan
— Chiranjeevi Konidela (@KChiruTweets) January 16, 2025
Wishing and praying for his speedy recovery.
সইফের ওপর হামলার ঘটনায় পুলিশ ও প্রশাসনের নজর আকর্ষণ করেছেন অভিনেত্রী পূজা ভাট ৷ তিনি এক্স বার্তায় জানান, তিনি এর আগে কখনও এমন নিরাপত্তাহীনতায় ভোগেননি ৷ তিনি জানান বান্দ্রায় আরও বেশি পুলিশি নিরাপত্তা বাড়ানো হোক ৷ ইতিমধ্যেই ঘটনায় পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷
সইফের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ৷ মুম্বই পুলিশ ডিসিপি (জোন 9) দীক্ষিত গেদাম জানিয়েছেন, "তদন্ত চলছে ৷ এই মুহূর্তে কোনও তথ্য বাইরে প্রকাশ করা যাবে না ৷" এই ঘটনায় তদন্তের জন্য 15 জনের এক টিম তৈরি করা হয়েছে ৷ জানা গিয়েছে, গত দুদিন ধরে সইফ-করিনার বাড়িতে কাজ চলছিল ৷ তারমধ্যেই এই হামলা ঘটে ৷ বাড়িতে চুরি করাই কি মূল উদ্দেশ্য ছিল নাকি অন্য কিছু ? খতিয়ে দেখছে পুলিশ ৷
#WATCH | Mumbai | Sara Ali Khan and Ibrahim Ali Khan arrive at Lilavati Hospital, where their father & actor Saif Ali Khan is admitted after an attack on him by an intruder in his Bandra home pic.twitter.com/OO6YuE0kTX
— ANI (@ANI) January 16, 2025
শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীও সইফের ওপর হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন ৷ তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে তারকারা সুরক্ষিত নন সেখানে মুম্বইবাসী কি সুরক্ষিত ?
লীলাবতী হাসপাতালের চিকিৎসক তথা সিওও নীরজ উত্তামানি জানিয়েছেন, অভিনেতার চিকিৎসার জন্য বিশেষ টিম তৈরি হয়েছে ৷ কসমেটিক সার্জন থেকে নিউরো সার্জন উপস্থিত রয়েছেন ৷ অভিনেতার অস্ত্রোপচার সম্পন্ন হতেই সইফের টিম ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসকদের ৷ পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন অনুরাগী-শুভাকাঙ্খীদের ৷