পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বইমেলাতেও দ্রোহের উৎসব ! আরজি করের নির্যাতিতাকে নিয়ে বইয়ের চাহিদা তুঙ্গে - INTERNATIONAL KOLKATA BOOK FAIR

48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার 8 এবং 9 নম্বর গেটের কাছে লিটল ম্যাগাজিনের স্টল । সেখানেই মিলছে আরজি করের নির্যাতিতাকে নিয়ে একাধিক বই ।

BOOK ON RG KAR VICTIM
আরজি করের স্মৃতি বাঁচিয়ে রাখতে বই বিক্রি হচ্ছে বইমেলায় (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2025, 1:47 PM IST

বিধাননগর, 9 ফেব্রুয়ারি: আজ আরজি করের নির্যাতিতার 32তম জন্মদিন । তাঁর এই জন্মদিনে কেক কেটে উদযাপন নয়, বরং উঠছে ধর্ষণ ও খুনের বিচারের বাণী । যার আঁচ পড়েছে 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় । তরুণী চিকিৎসকের স্মৃতি বাঁচিয়ে রাখতে তাঁকে নিয়ে একাধিক বই বিক্রি হচ্ছে ৷ সেই বইয়ের চাহিদা তুঙ্গে বইমেলায় ৷

প্রসঙ্গত, 9 অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার ঘর থেকে উদ্ধার হয় ওই তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ । অন্যের জীবন বাঁচাতে এসে নিজের কাজের জায়গাতেই ধর্ষণ ও খুন হতে হয় তাঁকে । তারপর কেটে গিয়েছে অনেকটা সময় । বারে বারে 'উই ওয়ান্ট জাস্টিস', এই দাবি তুলছেন প্রতিবাদীরা । আরজি করের তরুণী চিকিৎসকের ন্যায়বিচারের জন্য গলা ফাটাচ্ছেন বিভিন্ন বয়সের মানুষজন ।

বইমেলাতেও দ্রোহের উৎসব (ইটিভি ভারত)

কাকতালীয়ভাবে ঠিক 6 মাস পর, ফেব্রুয়ারি মাসের সেই অভিশপ্ত 9 তারিখেই আরজি করের নির্যাতিতার জন্মদিন ৷ কিন্তু এখনও বিচার নিয়ে হতাশ সমাজের একাংশ । তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে গেলেও এখনও জিইয়ে রয়েছে বিচারের দাবি । আর সেই দাবি এবার উঠে এল কলকাতা বইমেলায়ও । বইমেলার 8 এবং 9 নম্বর গেটের কাছে লিটল ম্যাগাজিনের স্টল । সেখানে গেলেই চোখে পড়বে আরজি করের নির্যাতিতাকে নিয়ে একাধিক বই ।

কল্পসামাজিক সর্বজনীন পত্রিকার সদস্য সুমিত সরকার বলেন, "আরজি করের ঘটনা সারা বাংলায় ছাপ ফেলেছিল । ঘটনার প্রতিবাদে মহিলাদের একটা বড় অংশ রাস্তায় নেমেছিল । ফলে এই বড় আন্দোলনের ছাপ তো সাংস্কৃতিক জগতে পড়বেই । বইমেলা হল এমন স্থান যেখানে সংস্কৃতির চর্চা হয় । তাই এখানে গল্প, লেখায় আমরা এই ইস্যুকে তুলে ধরেছি । কারণ এখনও বিচার অধরা ।"

আরজি করের নির্যাতিতাকে নিয়ে বই (নিজস্ব ছবি)

আই রাইস নামে একটি প্রকাশনী সংস্থার সদস্য রিমি বলেন, "আমরা আরজি করের ঘটনার প্রতিবাদে 9 অগস্ট থেকে রয়েছি । সেই ছাপ রয়ে গিয়েছে আন্তর্জাতিক কলকাতা বইমেলাতেও । এই নিয়ে বিভিন্ন পোস্টার পড়েছে । আলোচনা চলছে । কিন্তু এখনও আমাদের দাবি পূরণ হয়নি । কিন্তু আন্দোলনের স্ফুলিঙ্গ কমেনি । সেই চিত্র দেখা যাচ্ছে বইমেলায় ।"

আরজি করের নির্যাতিতাকে নিয়ে বইয়ের চাহিদা তুঙ্গে বইমেলায় (নিজস্ব ছবি)

লিটল ম্যাগাজিনের বেশকিছু জায়গায় ছড়িয়ে পড়েছে আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদের বই । রয়েছে বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা স্লোগান । সিউ পত্রিকার আফরোজা খাতুন বলেন, "দ্রোহের উৎসব বইমেলায় খুব ভালোভাবে রয়েছে । আন্দোলন শেষ হয়ে যায়নি । যেগুলো হয়েছে তার ছাপ আছে বইমেলায় । কারণ এই আন্দোলনকে কেন্দ্র করে বইগুলো বইমেলায় শুরুর 2 দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছিল । আবার নতুন করে ছাপাতে হয়েছে আমাদের ।"

আরজি করের আন্দোলন বইমেলায় (নিজস্ব ছবি)

লিটল ম্যাগাজিন ছাড়া যুবশক্তি, ছাত্রসংগ্রাম এবং গণদাবির স্টলেও রয়েছে আরজি করের নির্যাতিতাকে স্মরণ করে বই । এই বই কিনেছেন বহু সাধারণ মানুষ । যাতে আরজি করের নির্যাতিতা স্মৃতিতে থেকে যায় সারাজীবন । এই আন্দোলন সংক্রান্ত একটি বই কিনছেন আইজ্যাক সাহা । তিনি বলেন, "আমি রাস্তায় ছিলাম আরজি করের নির্যাতিতার ন্যায়বিচারের জন্য । তাই স্মৃতি হিসাবে আমি এই বইটা কিনে রাখছি ।"

ABOUT THE AUTHOR

...view details