বোলপুর, 2 অগস্ট: রাতভর মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন বোলপুর-শান্তিনিকেতনের বিস্তীর্ণ জায়গা । কোপাই নদীর সেতুর উপর দিয়ে বইছে জল ৷ অন্যদিকে, সতীপীঠের অন্যতম কংকালীতলা মন্দির চত্বর সম্পূর্ণ জলমগ্ন ৷ বন্ধ করে দেওয়া হয়েছে মন্দিরের গর্ভগৃহ ৷ এরই মধ্যে তিলপাড়া জলাধার থেকে 1,500 কিউসেক জল ছাড়া হয়েছে ৷
বোলপুর-শান্তিনিকেতনের পরিস্থিতি ইটিভি ভারতের পর্দায় (ইটিভি ভারত) একাধিক দোকান ঘর, কাঁচা বাড়ি জলের তলায় ৷ পুলিশ-প্রশাসনের তরফে কোপাই নদীর সেতুর দুই দিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে ৷ বিপদসীমার উপর দিয়ে জল বওয়ায় মাইকিং করে মানুষজনকে সতর্ক করছে পুলিশ । শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন বোলপুরের বিডিও সত্যজিৎ বিশ্বাস ও যুগ্ম বিডিও ফারমান আলি ৷
এই বিষয়ে বোলপুরের বিডিও সত্যজিৎ বিশ্বাস বলেন, "বেশ কিছু জায়গা প্লাবিত হয়েছে ৷ অজয়, কোপাইয়ে জল বেড়েছে ৷ এখনও পর্যন্ত 500 পলিথিনের ব্যবস্থা করা হয়েছে । অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত । আমরা সমগ্র বিষয়ের উপর নজর রাখছি । প্রশাসন প্রস্তুত । এডিএম স্যারের সঙ্গে ভিডিয়ো বৈঠক হচ্ছে, তাতেই পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ।" বোলপুরের যুগ্ম বিডিও ফারমান আলির কথায়, "মানুষকে সতর্ক করা হচ্ছে । সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে ৷ পুলিশ মাইকিং করছে ৷ আমরাও প্রস্তুত ।"
টানা বৃষ্টিতে জলমগ্ন বোলপুর-শান্তিনিকেতনের একাধিক জায়গা (ইটিভি ভারত) এই বর্ষায় উত্তরবঙ্গে পর্যাপ্ত বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি হচ্ছিল না ৷ বৃহস্পতিবার থেকে একটানা মুষলধারে বৃষ্টি হয়েছে ৷ আর তাতেই নদী, দিঘি, পুকুর, খাল-বিল ভরে জল উপচে পড়েছে । রাতেই বোলপুর-শান্তিনিকেতন স্টেশনের উপর দিয়ে জল বইতে শুরু করে ৷ গোয়ালপাড়ার কাছে কোপাই নদী প্লাবিত হয় ৷ নদীর সেতুর উপর দিয়ে জল বইতে শুরু করে ৷ ফলে শান্তিনিকেতন থানার কসবা হয়ে পাড়ুই যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় ৷ দুর্ঘটনা এড়াতে কোপাই নদীর একদিকে শান্তিনিকেতন থানা, অন্যদিকে পাড়ুই থানার পুলিশের তরফে সেতুতে ব্যারিকেড করে দেওয়া হয়েছে । এমনকী, মানুষজনকে নদীর কাছ থেকে দূরে সরাতেও সতর্কবার্তা দিতে পুলিশ মাইকিং করছে ৷
অন্যদিকে, কোপাই নদীর জল কংকালীতলা মন্দির চত্বর দিয়ে বইতে শুরু করেছে ৷ পাড়ুইয়ের হাঁসরা-মাখরার কাছে কোপাই নদীর সেতুর উপর দিয়েও জল বইছে ৷ জলের তোড়ে ভেসে গিয়েছে আস্ত একটি চারচাকা গাড়ি ৷ সবমিলিয়ে রাতভর টানা বৃষ্টিতে বীরভূম জেলার একাধিক জায়গা জলমগ্ন ৷ প্রসঙ্গত, বীরভূমের গুরুত্বপূর্ণ ময়ূরাক্ষী, অজয়, কোপাই, দ্বারকা, ব্রাহ্মণী ও কুয়ে প্রভৃতি নদী অল্প বৃষ্টিতেই ফুঁসতে থাকে ৷ তবে গত 3 বছর বর্ষায় পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় জেলায় প্লাবন বা বন্যা হয়নি ৷