পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেদিনীপুর কলেজে বসল সপ্তম রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেসের আসর - SCIENCE AND TECHNOLOGY CONGRESS

মেদিনীপুর কলেজে শুক্রবার মন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়েছে সপ্তম রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেসের। দু'দিন ব্যাপী এই অনুষ্ঠানের সূচনা হয় গত শুক্রবার ৷

SCIENCE AND TECHNOLOGY CONGRESS
রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2025, 4:04 PM IST

মেদিনীপুর, 4 জানুয়ারি: এবার সপ্তম রিজিওনাল 'সাইন্স এন্ড টেকনোলজি কংগ্রেস' অনুষ্ঠিত হল মেদিনীপুর অটোনোমাস কলেজে। পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এই অনুষ্ঠানের সূচনা করেন। কংগ্রেসে অংশ নিয়েছেন ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা থেকে আসা প্রায় 452 জন বিজ্ঞানী, অধ্যাপক এবং গবেষক। শেষ দিনেও ভিড় দেখা গিয়েছে অধ্যাপকদের।

স্বশাসিত মেদিনীপুর কলেজে শুক্রবার মন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়েছে সপ্তম রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস। দু'দিন ব্যাপী এই অনুষ্ঠানের সূচনা হয় গত শুক্রবার ৷ এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল মেদিনীপুর কলেজ এবং পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতর। এই কংগ্রেসের মাধ্যমে মেদিনীপুর কলেজের মুকুটে পালক যোগ হলো বলেই মনে করছেন শিক্ষাবিদদের একটা বড় অংশ।

রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস (ইটিভি ভারত)

মন্ত্রী ছাড়াও এবছরের রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেসের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত কুমার চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুরের জেলা সভাধিপতি প্রতিভা মাইতি এবং মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান। আলোচনা সভার সূচক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতার বরিষ্ঠ অধ্যাপক বিশ্বরূপ মুখোপাধ্যায় এবং খড়গপুর আইআইটি'র অধ্যাপক সুমন চক্রবর্তী।

এদিনের এই অনুষ্ঠানের পুরো তত্ত্বাবধান করেন মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ এবং কলেজ পরিচালন সমিতির সদস্যরা।
এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ভুয়সী প্রশংসা করেন মেদিনীপুর কলেজের। দ্বিতীয় দিনেও অধ্যাপকরা আলোচনা করেন বিভিন্ন বিজ্ঞান ও সাহিত্য বিষয় নিয়ে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ বলেন, "এত জন বিজ্ঞানী গবেষক তাঁরা এই সপ্তম রিজিওনাল সাইন্স এন্ড টেকনোলজি কংগ্রেস অনুষ্ঠানে উপস্থিত হয়ে কলেজের মান আরও উন্নত করেছেন। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন এই মেদিনীপুর কলেজের মান উন্নয়ন ঘটাতে। আমরাও চাই জেলা, রাজ্য-সহ গোটা দেশে এই মেদিনীপুর কলেজের সম্মান যেন অটুট থাকে।"

ABOUT THE AUTHOR

...view details