শিলিগুড়ি, 13 ফেব্রুয়ারি: বিনা ভিসায় অবৈধভাবে ভারত থেকে নেপালে ঢুকতে গিয়ে গ্রেফতার বিদেশি ফুটবলার । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নকশালবাড়ি এলাকায় । ওই বিদেশি ফুটবলারের পাশাপাশি তাঁকে আন্তর্জাতিক সীমান্ত অবৈধভাবে পারাপারে সাহায্য করায় বিহারের এক যুবককেও গ্রেফতার করা হয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে শিলিগুড়ি সংলগ্ন ইন্দো-নেপাল সীমান্তের নকশালবাড়ি ব্লকের কোটিয়াজোত দিয়ে মেচি নদী পার হচ্ছিলেন তাঁরা ৷ সে সময় ওই দু'জনকে গ্রেফতার করেন এসএসবি জওয়ানরা ।
পুলিশ সূত্রে খবর, ধৃতরা হলেন আফ্রিকার সেনেগালের বাসিন্দা আবদুলা আবুবকর ও বিহারের মোতিহারী জেলার বাসিন্দা মুকেশ ঠাকুর । ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন । আরও জানা গিয়েছে, এ দিন ভারত-নেপাল সীমান্তে এসএসবির 41তম ব্যাটালিয়নের লালিজোত বর্ডার আউটপোস্টের জওয়ানরা অন্যান্য দিনের মতোই টহল দিচ্ছিলেন । ওই সময় ওই ফুটবলার ও বিহারের যুবক একটি বাইকে করে সীমান্তে থাকা মেচি নদী দিয়ে নেপালের ঢোকার চেষ্টা করছিলেন । সেই সময় তাঁদের দেখে ফেলেন এসএসবি জওয়ানরা । জওয়ানদের সন্দেহ হলে তাঁদের আটক করে জেরা করা হয় । আর তাতেই বেরিয়ে আসে আসল তথ্য । বিদেশি নাগরিকের কাছ থেকে একটি পাসপোর্ট উদ্ধার হয়েছে । তাতে ভারতের ভিসা ছিল না । তারপরেই ধৃতদের নকশালবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসবি ।