পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নবান্ন অভিযানের আঁচ থেকে বাঁচাতে নিরাপত্তার চাদরে উত্তরকন্যাও - RG KAR DOCTOR RAPE AND MURDER - RG KAR DOCTOR RAPE AND MURDER

Security beefed up in Uttar Kanya: আরজি কর-কাণ্ডে দক্ষিণে নবান্ন অভিযান চলছে ৷ এর আঁচ যাতে উত্তরবঙ্গে না-পড়ে, সেই কারণে কোনও ঝুঁকি না-নিয়ে উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যাকেও নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ৷ মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী ৷

ETV BHARAT
নিরাপত্তার চাদরে উত্তরকন্যা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2024, 3:01 PM IST

শিলিগুড়ি, 27 অগস্ট:আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযান করছে 'ছাত্র সমাজ' ৷ এই আন্দোলনের আঁচ যাতে কোনওভাবেই উত্তরবঙ্গে প্রভাব না-ফেলে, তার জন্য প্রস্তুত পুলিশ প্রশাসন । নবান্নের মতোই আজ নিরাপত্তা আঁটোসাটো রয়েছে উত্তরবঙ্গের শাখা সচিবালয় 'উত্তরকন্যা'তে ।

আরজি কর-কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ । তার আঁচ থেকে উত্তরবঙ্গের প্রশাসনিক শাখা সচিবালয়কে দূরে রাখতে এদিন সকাল থেকেই উত্তরকন্যায় বাইরে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী । উত্তরকন্যার কিছুটা দূরে তিনবাত্তি মোড়েও মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী, র‍্যাফ ও উইনার্সবাহিনী । তৈরি রয়েছে ব্যারিকেড, জলকামান । নবান্ন অভিযানের দিনে উত্তরকন্যার ক্ষেত্রে কোনও ঝুঁকি নিতে চান না পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা । নবান্ন অভিযানে যদি কোনও রকম অশান্তি হয়, তাহলে তার প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গের শাখা সচিবালয়ে । সেই কারণে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো ।

এদিন সকাল থেকেই গোটা শাখা সচিবালয় চত্বরে দেখা গেল পুলিশি তৎপরতা । গোটা সচিবালয় এলাকা পরিদর্শন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর, ডেপুটি পুলিশ কমিশনার দীপক সরকার-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা । কমিশনারেটের চারজন এসিপি পদমর্যাদার আধিকারিক সেখানে মোতায়েন করা হয়েছে । কোনও মিছিল বা আন্দোলনকারীকে তিনবাত্তি মোড় পার কর‍তে দেওয়া হচ্ছে না । সচিবালয়ের আশপাশে প্রায় তিনশোরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে ।

আজ নবান্নকে কার্যত দুর্গে পরিণত করা হয় ৷ কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন ৷ এদিন সকাল 8টা থেকেই নবান্ন ও তার সংযোগকারী সমস্ত রাস্তা পুলিশের দখলে রয়েছে । এর মধ্যেই এদিন পৌনে 11টা নাগাদ নবান্নে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর অন্যান্য দিনের মতো স্বাভাবিক নিয়মেই প্রশাসনিক কাজ সেরেছেন তিনি ৷ তবে নবান্ন অভিযানকে ঘিরে কলকাতা ও হাওড়ায় ধুন্ধুমার বাঁধে ৷

ABOUT THE AUTHOR

...view details