শিলিগুড়ি, 27 অগস্ট:আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযান করছে 'ছাত্র সমাজ' ৷ এই আন্দোলনের আঁচ যাতে কোনওভাবেই উত্তরবঙ্গে প্রভাব না-ফেলে, তার জন্য প্রস্তুত পুলিশ প্রশাসন । নবান্নের মতোই আজ নিরাপত্তা আঁটোসাটো রয়েছে উত্তরবঙ্গের শাখা সচিবালয় 'উত্তরকন্যা'তে ।
আরজি কর-কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ । তার আঁচ থেকে উত্তরবঙ্গের প্রশাসনিক শাখা সচিবালয়কে দূরে রাখতে এদিন সকাল থেকেই উত্তরকন্যায় বাইরে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী । উত্তরকন্যার কিছুটা দূরে তিনবাত্তি মোড়েও মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী, র্যাফ ও উইনার্সবাহিনী । তৈরি রয়েছে ব্যারিকেড, জলকামান । নবান্ন অভিযানের দিনে উত্তরকন্যার ক্ষেত্রে কোনও ঝুঁকি নিতে চান না পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা । নবান্ন অভিযানে যদি কোনও রকম অশান্তি হয়, তাহলে তার প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গের শাখা সচিবালয়ে । সেই কারণে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো ।