কলকাতা, 2 ফেব্রুয়ারি: আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ৷ পরীক্ষার্থীদের যাতে কোনও রকম অসুবিধের মধ্যে পড়তে না হয়, তার জন্য বদ্ধপরিকর লালবাজার ৷ কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের নির্দেশে শহরের 25টি ট্রাফিক গার্ডের এবং অতিরিক্ত অফিসার ইনচার্জদের সকাল থেকেই রাস্তায় থাকতে বলা হয়েছে ৷ এবার মাধ্যমিক পরীক্ষার সময় বদল হয়েছে ৷ আজ সকাল 9.45 মিনিটে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা ৷ চলবে বেলা 1টা পর্যন্ত ৷ এর আগে 11.45 মিনিটে মাধ্য়মিক পরীক্ষা শুরু হত ৷ শেষ হল বেলা 3টে ৷
ভবানীপুর এলগিন রোড, শ্যামবাজার, যাদবপুর-সহ একাধিক উল্লেখযোগ্য জায়গায় বাড়তি বাহিনী মোতায়েন করা হচ্ছে ৷ প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের সামনে থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা ৷ এর সঙ্গে রাস্তায় নামানো হচ্ছে কলকাতা পুলিশের অতিরিক্ত যানবাহন ৷ শেষ মুহূর্তে কোনও পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্রে যেতে দেরি হলে, তাকে দ্রুত নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে পুলিশের গাড়িতেই পৌঁছে দেওয়া হবে ৷
এর সঙ্গে সকাল থেকে কলকাতার রাস্তায় থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ৷ প্রতিটি জায়গায় রাখা হচ্ছে পুলিশের অতিরিক্ত গাড়ি এবং ট্রাফিক সার্জেন্টের বাইক ৷ রাস্তায় কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে তড়িঘড়ি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য থাকছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ৷
রাস্তায় নামানো হচ্ছে কলকাতা পুলিশের উইনারস বাহিনীকে ৷ কোনও ছাত্রী পরীক্ষা দিতে গিয়ে সমস্যার মুখে পড়লে, মহিলা পুলিশকর্মীরা তাদের সাহায্য করতে পারবে ৷ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কলকাতায় রাস্তায় ট্রাফিকের দায়িত্বে রাখা হচ্ছে মোট 12 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিককে ৷ প্রায় 10 লক্ষ পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দেবে ৷ পরীক্ষা চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ ইতিমধ্যে পরীক্ষার্থীদের সুবিধার্থে কন্ট্রোল রুম খোলা হয়েছে ৷ 24 ঘণ্টা পরিষেবা পাওয়া যাবে ৷
আরও পড়ুন:
- পরীক্ষার আগে জীবন ! পাকা সেতুর দাবিতে মাধ্যমিক পরীক্ষা বয়কট পড়ুয়াদের
- সঠিক সময়ে দূরের পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো নিয়ে চিন্তায় মাধ্যমিক পরীক্ষার্থীরা
- মঙ্গলেই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ট্রেনের ঘোষণা, বুধে মুখরক্ষার ডেপুটেশন এসএফআইয়ের