পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, জোরদার নিরাপত্তা লালবাজারের - Kolkata

Madhyamik Exam 2024: আজ থেকে রাজ্যে পড়ুয়াদের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক শুরু হচ্ছে ৷ সকাল 9.45 মিনিটে পরীক্ষা আরম্ভ হবে ৷ শেষ বেলা 1টায় ৷ শহরজুড়ে থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা ৷

ETV Bharat
মাধ্যমিক পরীক্ষা

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 6:36 AM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি: আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ৷ পরীক্ষার্থীদের যাতে কোনও রকম অসুবিধের মধ্যে পড়তে না হয়, তার জন্য বদ্ধপরিকর লালবাজার ৷ কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের নির্দেশে শহরের 25টি ট্রাফিক গার্ডের এবং অতিরিক্ত অফিসার ইনচার্জদের সকাল থেকেই রাস্তায় থাকতে বলা হয়েছে ৷ এবার মাধ্যমিক পরীক্ষার সময় বদল হয়েছে ৷ আজ সকাল 9.45 মিনিটে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা ৷ চলবে বেলা 1টা পর্যন্ত ৷ এর আগে 11.45 মিনিটে মাধ্য়মিক পরীক্ষা শুরু হত ৷ শেষ হল বেলা 3টে ৷

ভবানীপুর এলগিন রোড, শ্যামবাজার, যাদবপুর-সহ একাধিক উল্লেখযোগ্য জায়গায় বাড়তি বাহিনী মোতায়েন করা হচ্ছে ৷ প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের সামনে থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা ৷ এর সঙ্গে রাস্তায় নামানো হচ্ছে কলকাতা পুলিশের অতিরিক্ত যানবাহন ৷ শেষ মুহূর্তে কোনও পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্রে যেতে দেরি হলে, তাকে দ্রুত নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে পুলিশের গাড়িতেই পৌঁছে দেওয়া হবে ৷

এর সঙ্গে সকাল থেকে কলকাতার রাস্তায় থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ৷ প্রতিটি জায়গায় রাখা হচ্ছে পুলিশের অতিরিক্ত গাড়ি এবং ট্রাফিক সার্জেন্টের বাইক ৷ রাস্তায় কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে তড়িঘড়ি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য থাকছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ৷

রাস্তায় নামানো হচ্ছে কলকাতা পুলিশের উইনারস বাহিনীকে ৷ কোনও ছাত্রী পরীক্ষা দিতে গিয়ে সমস্যার মুখে পড়লে, মহিলা পুলিশকর্মীরা তাদের সাহায্য করতে পারবে ৷ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কলকাতায় রাস্তায় ট্রাফিকের দায়িত্বে রাখা হচ্ছে মোট 12 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিককে ৷ প্রায় 10 লক্ষ পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দেবে ৷ পরীক্ষা চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ ইতিমধ্যে পরীক্ষার্থীদের সুবিধার্থে কন্ট্রোল রুম খোলা হয়েছে ৷ 24 ঘণ্টা পরিষেবা পাওয়া যাবে ৷

আরও পড়ুন:

  1. পরীক্ষার আগে জীবন ! পাকা সেতুর দাবিতে মাধ্যমিক পরীক্ষা বয়কট পড়ুয়াদের
  2. সঠিক সময়ে দূরের পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো নিয়ে চিন্তায় মাধ্যমিক পরীক্ষার্থীরা
  3. মঙ্গলেই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ট্রেনের ঘোষণা, বুধে মুখরক্ষার ডেপুটেশন এসএফআইয়ের

ABOUT THE AUTHOR

...view details