খড়গপুর, 12 সেপ্টেম্বর: পথ দুর্ঘটনাকে ঘিরে রণক্ষেত্র রেল শহর খড়গপুর ৷ খড়গপুরের নিউ ট্রাফিক এলাকায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় বাইক আরোহীর ৷ তারপরই ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা ৷ ট্রাক চালককে বাঁচাতে এসে আক্রান্ত হন খোদ পুলিশ আধিকারিক। বর্তমানে চালক ও পুলিশ আধিকারিকরা হাসপাতালে চিকিৎসাধীন ৷
বুধবার রাত তখন 11টা ৷ সেইসময় খড়গপুর ট্রাফিক বাজার এলাকায় এসডিও অফিসের কাছে একটি পেঁয়াজ ভর্তি ট্রাক রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি স্কুটিকে ধাক্কা মারে। ওই স্কুটিতে একজনই ছিলেন ৷ বেপরোয়ার গতির বলি হন ওই স্কুটির চালক। এরপর এলাকার মানুষ ট্রাকটিকে ঘিরে ধরে ৷ দুর্ঘটনাস্থলে গাড়ির চালককে পেয়ে উত্তপ্ত জনতা ব্যাপক মারধর শুরু করে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় খড়গপুর টাউন থানার পুলিশ। তারা চালককে জনতার হাত থেকে উদ্ধার করতে গেলে পরিস্থিতি আরও খারাপ হয়।