পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত (ইটিভি ভারত) কলকাতা, 19 মে: বৃষ্টির কারণে কিছুদিন আগেই মিলেছে প্রচণ্ড গরম থেকে রেহাই ৷ তবে চলতি সপ্তাহের শুরুতে ফের মাথাচাড়া দিচ্ছিল গরম ৷ এমতাবস্থায় স্বস্তির পূর্বাভাস শোনাল আলিপুর আবহাওয়া দফতর ৷ নতুন সপ্তাহের তৃতীয় দিন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হওয়ার জোরালো সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস ৷ ঘূর্ণাবর্তটি প্রথমে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে ৷ তারপর 22 মে বঙ্গোপসাগরের মধ্যভাগে সেটি নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
সেইসঙ্গে রবিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করতে চলেছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত । ধীরে ধীরে বৃষ্টি পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে । রবিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও। তার মধ্যে মালদা এবং দুই দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া দফতরের কর্তা। উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
সোমাবর, 20 মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট । হাওয়া অফিসের পূর্বাভাস, ওইদিন রাজ্যের প্রতিটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । ফলে মনোরম আবহে জনগন ভোট দিতে পারবেন । দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি রয়েছে । উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুর ছাড়া সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ।
মঙ্গলবার অর্থাৎ, 21 মে-ও থাকবে একই পরিস্থিতি । দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বুধবার রাজ্যের সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । কেবলমাত্র দার্জিলিং-কালিম্পংয়ে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
শনিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রী বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.8 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 88 শতাংশ এবং সর্বনিম্ন 42 শতাংশ । আজ, রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে দিনের আকাশ । বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
আরও পড়ুন: