নয়াদিল্লি, 20 মার্চ: সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ 10 জুলাইয়ের আগে তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো যাবে না ৷ বুধবার নির্দেশে জানিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এই খবরটি সোশাল মিডিয়ায় নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তৃণমূলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ ৷ আসন্ন লোকসভা নির্বাচন পর্যন্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লাকাণ্ডে দিল্লিতে তলব করতে পারবে না ইডি ৷ বুধবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷
কয়লাপাচার মামলায় ইডি একাধিকবার অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরাকে তলব করেছে ৷ দিল্লিতে গিয়েও হাজিরা দিয়েছেন তাঁরা ৷ এদিকে লোকসভা নির্বাচন আসন্ন ৷ তৃণমূল সূত্রের খবর, এই নির্বাচন চলাকালীন ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়, হেনস্থা করে ৷ এমন আশঙ্কা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
এই মামলায় বুধবার দেশের শীর্ষ আদালত যে রায় দিয়েছে, তাতে অনেকটাই স্বস্তি পেলেন তিনি । এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিপাঠী স্পষ্ট করে জানিয়েছেন, আগামী 10 জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করা যাবে না ৷ ওই দিনই সুপ্রিম কোর্টে এই মামলায় পরবর্তী শুনানি রয়েছে ৷