নয়াদিল্লি, 6 মার্চ:সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার ৷ সন্দেশখালি কাণ্ডে শেখ শাহজাহানের সিবিআই হস্তান্তরের মামলা নিয়ে জরুরি শুনানি খারিজ করে দেয় বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ ৷ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার ৷ এদিন জরুরি ভিত্তিতে মামলা শোনার আবেদন খারিজ হয়ে যায় ৷ বুধবার সকাল হতেই সরকার পক্ষের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে ফের দ্রুত মামলা শোনার আবেদন জানান ৷ তবে সেই আবেদন খারিজ করে দেয় বেঞ্চ ৷
বিচারপতি সঞ্জীব খান্না বলেন, "আপনারা আবেদন করুন ৷ দেশের প্রধান বিচারপতি লাঞ্চের আওয়ারে জরুরি ভিত্তিতে শুনানির আবেদনের তালিকা দেখেন ৷ তিনি এই আবেদন তালিকাভুক্ত হওয়ার নির্দেশ দেবেন ৷" তাই আপাতত সিবিআই তদন্তের বিরোধিতার আবেদন খারিজ হল শীর্ষ আদালতে ৷
5 জানুয়ারি উত্তর 24 পরনগার সন্দেশখালিতে রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডে তৎকালীন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সেখানে দাপুটে নেতা বলে পরিচিত শাহজাহানকে পাওয়া যায়নি ৷ উলটে ইডির ইডির হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ এমনকী এক আধিকারিকের মাথা ফেটে যায় ৷
এই ঘটনায় রাজ্য পুলিশের ডিজি ও বসিরহাটের পুলিশ সুপারের কাছে অভিযোগ জানায় ইডি ৷ এদিকে সন্দেশখালির ঘটনায় ইডির বিরুদ্ধেই উত্তর 24 পরগনার ন্যাজাট থানায় একটি এফআইআর করে রাজ্য ৷ ইডি হামলার এই ঘটনার মামলায় হাইকোর্ট সিট গঠনের নির্দেশ দিলেও পরে তাতে স্থগিতাদেশ জারি করে আদালত ৷ 29 ফেব্রুয়ারি রাজ্য পুলিশের হাতে শেখ শাহাজাহানের গ্রেফতারির খবরটি সামনে আসে ৷ গ্রেফতারির পর সিআইডি শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেয় ৷
এই মামলাতেই 29 ফেব্রুয়ারি ইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ৷ ইডির তরফে এই মামলার তথ্যপ্রমাণ নষ্টের আশঙ্কা প্রকাশ করা হয় ৷ তাই সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার আবেদন জানায় ইডি ৷ 4 মার্চ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে আবেদন জানায় ইডি ৷
মঙ্গলবার এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ রাজ্য পুলিশকে স্পষ্ট নির্দেশ দেয়, বিকেল সাড়ে 4টের মধ্যেই শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে ৷ আর ইডি হামলার এই মামলাটির তদন্ত করবে সিবিআই ৷ কলকাতা হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে গতকালই সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য সরকার ৷
আরও পড়ুন:
- শাহজাহানকে মঙ্গলেই সিবিআইয়ের হাতে হস্তান্তরের নির্দেশ, রাজ্যের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
- গ্রেফতারির ভয়েই ইডির উপর হামলার নির্দেশ দেন, পুলিশি জেরায় স্বীকার শাহজাহানের
- 'তদন্তে স্থগিতাদেশ, শাহজাহানকে গ্রেফতারিতে নয়', স্পষ্ট নির্দেশ কলকাতা হাইকোর্টের