পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্ত, জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ সুপ্রিম কোর্টে - ED attack in Sandeshkhali

Supreme Court over Sandeshkhali: সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তে জরুরি ভিত্তিতে রাজ্যের আবেদনের শুনানির আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট ৷ প্রধান বিচারপতির এজলাসে তা স্থানান্তরের নির্দেশ শীর্ষ আদালতের ৷

ETV Bharat
সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারের

By PTI

Published : Mar 6, 2024, 11:08 AM IST

Updated : Mar 6, 2024, 12:16 PM IST

নয়াদিল্লি, 6 মার্চ:সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার ৷ সন্দেশখালি কাণ্ডে শেখ শাহজাহানের সিবিআই হস্তান্তরের মামলা নিয়ে জরুরি শুনানি খারিজ করে দেয় বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ ৷ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার ৷ এদিন জরুরি ভিত্তিতে মামলা শোনার আবেদন খারিজ হয়ে যায় ৷ বুধবার সকাল হতেই সরকার পক্ষের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে ফের দ্রুত মামলা শোনার আবেদন জানান ৷ তবে সেই আবেদন খারিজ করে দেয় বেঞ্চ ৷

বিচারপতি সঞ্জীব খান্না বলেন, "আপনারা আবেদন করুন ৷ দেশের প্রধান বিচারপতি লাঞ্চের আওয়ারে জরুরি ভিত্তিতে শুনানির আবেদনের তালিকা দেখেন ৷ তিনি এই আবেদন তালিকাভুক্ত হওয়ার নির্দেশ দেবেন ৷" তাই আপাতত সিবিআই তদন্তের বিরোধিতার আবেদন খারিজ হল শীর্ষ আদালতে ৷

5 জানুয়ারি উত্তর 24 পরনগার সন্দেশখালিতে রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডে তৎকালীন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সেখানে দাপুটে নেতা বলে পরিচিত শাহজাহানকে পাওয়া যায়নি ৷ উলটে ইডির ইডির হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ এমনকী এক আধিকারিকের মাথা ফেটে যায় ৷

এই ঘটনায় রাজ্য পুলিশের ডিজি ও বসিরহাটের পুলিশ সুপারের কাছে অভিযোগ জানায় ইডি ৷ এদিকে সন্দেশখালির ঘটনায় ইডির বিরুদ্ধেই উত্তর 24 পরগনার ন্যাজাট থানায় একটি এফআইআর করে রাজ্য ৷ ইডি হামলার এই ঘটনার মামলায় হাইকোর্ট সিট গঠনের নির্দেশ দিলেও পরে তাতে স্থগিতাদেশ জারি করে আদালত ৷ 29 ফেব্রুয়ারি রাজ্য পুলিশের হাতে শেখ শাহাজাহানের গ্রেফতারির খবরটি সামনে আসে ৷ গ্রেফতারির পর সিআইডি শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেয় ৷

এই মামলাতেই 29 ফেব্রুয়ারি ইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ৷ ইডির তরফে এই মামলার তথ্যপ্রমাণ নষ্টের আশঙ্কা প্রকাশ করা হয় ৷ তাই সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার আবেদন জানায় ইডি ৷ 4 মার্চ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে আবেদন জানায় ইডি ৷

মঙ্গলবার এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ রাজ্য পুলিশকে স্পষ্ট নির্দেশ দেয়, বিকেল সাড়ে 4টের মধ্যেই শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে ৷ আর ইডি হামলার এই মামলাটির তদন্ত করবে সিবিআই ৷ কলকাতা হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে গতকালই সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য সরকার ৷

আরও পড়ুন:

  1. শাহজাহানকে মঙ্গলেই সিবিআইয়ের হাতে হস্তান্তরের নির্দেশ, রাজ্যের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
  2. গ্রেফতারির ভয়েই ইডির উপর হামলার নির্দেশ দেন, পুলিশি জেরায় স্বীকার শাহজাহানের
  3. 'তদন্তে স্থগিতাদেশ, শাহজাহানকে গ্রেফতারিতে নয়', স্পষ্ট নির্দেশ কলকাতা হাইকোর্টের
Last Updated : Mar 6, 2024, 12:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details