পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলে হাত মুচড়ে দেব, আরজি কর-কাণ্ডে আন্দোলনকারীদের হুঁশিয়ারি সৌগতর - RG KAR DOCTOR RAPE AND MURDER

Saugata Roy Threatens RG Kar Protesters: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইলে হাত মুচড়ে দেব ৷ আরজি কর-কাণ্ডে আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়ে একথা বললেন সৌগত রায় ৷ যাঁরা দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ বলে স্লোগান তুলছেন, তাঁদের এদিন একহাত নেন তৃণমূল সাংসদ ৷

ETV BHARAT
আরজি কর-কাণ্ডে আন্দোলনকারীদের হুঁশিয়ারি সৌগতর (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2024, 8:22 PM IST

ব‍্যারাকপুর, 2 সেপ্টেম্বর:আরজি কর-কাণ্ডে আন্দোলনকারীদের এবার সরাসরি হুমকি দিলেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর করে পদত্যাগ করাতে এলে হাত মুচড়ে দেব । এত সহজ নয় । পদত্যাগ চাইলেই পদত্যাগ করবেন না মুখ্যমন্ত্রী ।"

আরজি কর-কাণ্ডে আন্দোলনকারীদের হুঁশিয়ারি সৌগতর (নিজস্ব ভিডিয়ো)

রবিবার বেলঘরিয়ার নন্দননগরে এক রক্তদান শিবিরে হাজির হয়েছিলেন দমদমের সাংসদ ও তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায় । সেই কর্মসূচির মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরজি কর-কাণ্ডের প্রসঙ্গ টেনে আন্দোলনকারীদের সরাসরি হুঁশিয়ারি দেন । সৌগত'র কথায়, "যাঁরা দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই বলে চিৎকার করছেন । তাঁদের বলছি,আপনাদের মতো মূর্খদের কথায় মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে না । এতদিন আমরা কিছু বলিনি । কিন্তু যেদিন রাস্তায় নেমে তাড়া করব, সেদিন আন্দোলনকারীরা পালিয়েও কূল পাবেন না ।"

এরপরই বিধানসভায় তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ আসনের কথা মনে করিয়ে তৃণমূলের এই প্রবীণ সাংসদ বলেন, "গণতান্ত্রিক দেশে মুখ্যমন্ত্রী আছেন কেন ? কারণ, বিধানসভায় তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা আছে । মানুষের নির্বাচিত ভোটে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । একমাত্র বিধানসভাই পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই পদ থেকে সরাতে ! তা না-করে 'দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ'-স্লোগান তুলছে । এই স্লোগান তো প্রতিবেশী দেশ বাংলাদেশের । যেখানে জোর করে মুজিবের মেয়ে শেখ হাসিনাকে সরানো হয়েছে । এতে আমরা দুঃখিত । শেখ হাসিনা ভারতের বন্ধু ছিলেন । এখন যাঁরা সেই দেশের ক্ষমতায় এসেছেন, তাঁরা মুসলিম এবং মৌলবাদী । পাকিস্তানের এজেন্ট । বাংলাদেশের স্লোগান এনে যদি কেউ ভেবে থাকে, এখানেও সেই স্লোগান তুলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইবে, তাহলে তার বিরুদ্ধে যা যা করা দরকার তাই করব আমরা ।"

তবে, ঝান্ডা ছাড়া অরাজনৈতিক আন্দোলন হলে তাতে যে তৃণমূলের সমর্থন রয়েছে, সেকথাও স্পষ্ট করে দিয়েছেন বর্ষীয়ান সাংসদ সৌগত রায় । তাঁর মতে, "পতাকা ছাড়া যাঁরা মিছিল করতে চান, করুন । তাতে কোনও অসুবিধে নেই । কিন্তু সেই মিছিলে যদি রাজনৈতিক রং লাগে, তাহলে আমরা রাজনৈতিকভাবেই তার মোকাবিলা করব । নির্যাতিতা মেয়েটির পরিবারের পাশে দাঁড়ান । কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইবেন না । সেটা কখনও পাবেনও না ।"

এই প্রসঙ্গে বিরোধী রাজনৈতিক দল সিপিএমকে-ও কটাক্ষ করতে ছাড়েননি দমদমের তৃণমূল সাংসদ । সৌগত বলেন, "এই নন্দননগর এলাকায় একসময় সিপিএমের দাপট ছিল । কিন্তু এখন তারা ফক্কা ! তাদের একজন সাংসদও পার্লামেন্টে নেই । তাই ও'দের কথায় কেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে যাবে ?"

এদিকে,আন্দোলনরত চিকিৎসকদেরও পরোক্ষে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে সাংসদ সৌগত রায়কে । তিনি বলেন, "প্রায় 22 দিন হতে চলল হাসপাতালগুলিতে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করে বসে আছেন । স্বাস্থ্যভবন থেকে একটা রিপোর্ট বেরিয়েছে । যেখানে চিকিৎসা না-পেয়ে সাতজন রোগী মারা গিয়েছে বলে দেখা গিয়েছে । আমরা অভয়ার প্রতি সহানুভূতি জানাব । কিন্তু যাঁরা চিকিৎসা না-পেয়ে মারা গেল তাঁদের বিচার কী হবে ? তাই, ডাক্তারদের কাজে ফেরার আবেদন করছি । তাছাড়া ডাক্তারদের মাইনে রাজ্য সরকার দেয় ! সেই মাইনে এখনও বন্ধ হয়নি । প্রতিবাদ করতে চান করুন, কিন্তু রোগীদের অবহেলা করবেন না । তাহলে আপনাদের কেউ ক্ষমা করবে না ।"

ABOUT THE AUTHOR

...view details