ব্যারাকপুর, 2 সেপ্টেম্বর:আরজি কর-কাণ্ডে আন্দোলনকারীদের এবার সরাসরি হুমকি দিলেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর করে পদত্যাগ করাতে এলে হাত মুচড়ে দেব । এত সহজ নয় । পদত্যাগ চাইলেই পদত্যাগ করবেন না মুখ্যমন্ত্রী ।"
রবিবার বেলঘরিয়ার নন্দননগরে এক রক্তদান শিবিরে হাজির হয়েছিলেন দমদমের সাংসদ ও তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায় । সেই কর্মসূচির মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরজি কর-কাণ্ডের প্রসঙ্গ টেনে আন্দোলনকারীদের সরাসরি হুঁশিয়ারি দেন । সৌগত'র কথায়, "যাঁরা দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই বলে চিৎকার করছেন । তাঁদের বলছি,আপনাদের মতো মূর্খদের কথায় মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে না । এতদিন আমরা কিছু বলিনি । কিন্তু যেদিন রাস্তায় নেমে তাড়া করব, সেদিন আন্দোলনকারীরা পালিয়েও কূল পাবেন না ।"
এরপরই বিধানসভায় তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ আসনের কথা মনে করিয়ে তৃণমূলের এই প্রবীণ সাংসদ বলেন, "গণতান্ত্রিক দেশে মুখ্যমন্ত্রী আছেন কেন ? কারণ, বিধানসভায় তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা আছে । মানুষের নির্বাচিত ভোটে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । একমাত্র বিধানসভাই পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই পদ থেকে সরাতে ! তা না-করে 'দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ'-স্লোগান তুলছে । এই স্লোগান তো প্রতিবেশী দেশ বাংলাদেশের । যেখানে জোর করে মুজিবের মেয়ে শেখ হাসিনাকে সরানো হয়েছে । এতে আমরা দুঃখিত । শেখ হাসিনা ভারতের বন্ধু ছিলেন । এখন যাঁরা সেই দেশের ক্ষমতায় এসেছেন, তাঁরা মুসলিম এবং মৌলবাদী । পাকিস্তানের এজেন্ট । বাংলাদেশের স্লোগান এনে যদি কেউ ভেবে থাকে, এখানেও সেই স্লোগান তুলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইবে, তাহলে তার বিরুদ্ধে যা যা করা দরকার তাই করব আমরা ।"