বোলপুর, 20 ডিসেম্বর: 23 ডিসেম্বর থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা । তবে পৌষমেলা এবার 'আন্তর্জাতিক' নয় । নেপথ্যে বাংলাদেশের সমস্যা ৷ ওপার বাংলার কোনও স্টল এবার আসেনি পৌষমেলায়৷ শুধু তাই নয়, নেপাল, ভুটান প্রভৃতি দেশের স্টলও আসেনি এবারের মেলায় ।
2019 সালের পর ফের মহর্ষির শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষমেলার আয়োজন করছে ৷ ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে এই প্রথম ঐতিহ্যবাহী পৌষমেলা আন্তর্জাতিক নয় ৷ তবে সকলেরই আশা আগামী বছর পৌষমেলা আবার আন্তর্জাতিক তকমা ফিরে পাবে ৷
ঐতিহ্যবাহী পৌষমেলা এবার 'আন্তর্জাতিক' নয়, নেপথ্যে বাংলাদেশ ইস্যু (ইটিভি ভারত)
শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার বলেন, "পৌষমেলা এবার আন্তর্জাতিক হতে পারল না ৷ যেহেতু ওপার বাংলায় একটা অস্থিরতা তৈরি হয়েছে ৷ ফলে বাংলাদেশের স্টল আসেনি । নেপাল, ভুটানের স্টলও আসেনি ৷ এতে খারাপ লাগা আছে ৷ কিন্তু, ঐতিহ্যবাহী পৌষমেলা হচ্ছে । মানুষজন উপভোগ করবে । আশাকরি আগামী বছর থেকে বাংলাদেশ পরিস্থিতি স্বাভাবিক হলে স্টল আসবে । আমাদেরও ভালো লাগবে ।"
শান্তিনিকেতনের পৌষমেলা৷ (ফাইল ছবি)
পৌষমেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ভ্রমর ভাণ্ডারী বলেন, "একটা দুঃখেরই খবর । যদি বিদেশ থেকে স্টল আসতো ভালো লাগতো ৷ নেপাল, ভুটান, বাংলাদেশ থেকে স্টল আসত ৷ কিন্তু, এবার আসছে না ৷ বিদেশনীতির ক্ষেত্রে কোথাও একটা কিছু থেকে এটা হচ্ছে । বিশ্বকবি তো সবার৷ তাঁর হাত ধরেই দুই বাংলার মেলবন্ধন । 2019 সালের পর হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা । তবে আশাকরি আগামীতে সব ঠিক হয়ে যাবে ।"
1843 সালে রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর । এই দিনটি স্মরণে রাখতে প্রতি বছর সাতই পৌষ শুরু হয়েছিল 'পৌষ উৎসব' । পরবর্তীতে, 1891 সালে ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল ৷ এই বছর, অর্থাৎ সাতই পৌষ একটি মেলার আয়োজন করা হয়েছিল । 1994 সাল থেকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ট্রাস্ট ডিড অনুযায়ী শুরু হয় পৌষ উৎসব ও পৌষমেলা ৷
শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে ঐতিহ্যবাহী এই পৌষমেলা 2019 সালে শেষবার হয়েছিল ৷ 2020 সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ রাখা হয়েছিল মেলা ৷ তারপর বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে নানা কারণে রাজ্য সরকারের সংঘাত চরমে পৌঁছায় ৷ ফলে 2021, 22 ও 23 সালে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলার আয়োজন করেনি ৷ এই বছরগুলিতে বাংলা সাংস্কৃতিক মঞ্চ ও রাজ্য সরকার মেলা করেছিল ৷ যদিও তা 'ঐতিহ্যবাহী পৌষমেলা' ছিল না ৷
এবার ফের শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ পূর্বপল্লীর মাঠে যথারীতি পৌষমেলার আয়োজন করছে ৷ 23 ডিসেম্বর থেকে শুরু হবে পৌষ উৎসব ও পৌষমেলা । চলবে 28 ডিসেম্বর পর্যন্ত । শেষ প্রস্তুতি চলছে জোর কদমে । 1600 স্টল থাকছে পৌষমেলায় । কিন্তু, এবার পৌষমেলা 'ঐতিহ্যবাহী' হলেও 'আন্তর্জাতিক' নয় ।