কলকাতা, 12 ফেব্রুয়ারি: রাজ্য বাজেটে ডিএ বাড়ানো হয়েছে সরকারি কর্মচারীদের ৷ চার শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । তবে তার পরেও কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র বিস্তর ফারাক থেকে যাচ্ছে ৷ কাজেই এই পরিমাণ ডিএ বৃদ্ধিতে একেবারেই খুশি নন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ ৷ বকেয়া ডিএ-র দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান বিক্ষোভের 748তম দিনে আজ ঘোষণা করা হয়েছে, তাঁদের আন্দোলন আরও জোরদার হবে ৷ তাদের দাবি, ভিক্ষা চাই না, ন্যায্য পাওনা চাই ৷
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে ডিএ বৃদ্ধি করা হবে, এই প্রত্যাশা ছিলই ৷ ডিএ বাড়ানোও হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের ৷ তবে চন্দ্রিমা ভট্টাচার্য চার শতাংশ ডিএ বৃদ্ধির যে ঘোষণা করেছেন, তা কার্যকর হলে রাজ্য সরকারি কর্মচারীরা মোট পাবেন বেসিকের 18 শতাংশ মহার্ঘভাতা ৷ এতদিন তাঁরা পেতেন 14 শতাংশ ডিএ ৷ ডিএ বৃদ্ধির পরও কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-এর 35 শতাংশ ফারাক থেকে যাচ্ছে ৷ এমনকি অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীরা যে ডিএ পান, তার থেকেও এ রাজ্যের ডিএ অনেক কমই থাকছে বলে জানিয়ে সরব হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ৷
দু'বছর ধরে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার শহীদ মিনারের নীচে বসে অবস্থান বিক্ষোভ করছে সরকারি কর্মচারীদের এই সংগঠন ৷ তাদের দাবি, অল ইন্ডিয়া অ্যাভারেজ কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) অনুযায়ী তাদের মহার্ঘভাতা দিতে হবে ৷ তাদের এই অবস্থান বিক্ষোভ আজ 748তম দিনে পড়েছে । তাদের স্পষ্ট বক্তব্য, এআইসিপিআই অনুযায়ী মহার্ঘভাতা না-পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে । একইসঙ্গে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, প্রেশার, সুগার-সহ একাধিক রোগের প্রয়োজনীয় ওষুধের দামবৃদ্ধিতে তাদের জীবনধারণই কষ্টসাধ্য হয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীরা ৷