সন্দেশখালি, 9 ফেব্রুয়ারি: শান্তি ফিরছে সন্দেশখালিতে ৷ এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ক্রমশ স্বাভাবিক হচ্ছে সন্দেশখালি। শুক্রবার রাজ্যের সচিবালয় নবান্নে এমনটাই জানালেন এডিজি (আইন শৃঙ্খলা) মনোজ বর্মা।
তিনি বলেন, "সন্দেশখালিতে এই মুহূর্তে পর্যাপ্ত বাহিনী আছে। সিনিয়ার পুলিশ অফিসারেরা ক্যাম্প করে রয়েছেন। যে ঘটনা ঘটেছে তার তদন্ত চলছে। যাঁরা হিংসার ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের বিরুদ্ধে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবারের ঘটনায় এখনও পর্যন্ত 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে গোটা বিষয়টি তদন্ত করে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
একইসঙ্গে এদিন তিনি আরও বলেন, "কিছু সাধারণ মানুষ অভিযোগ করছেন। আমরা বলছি সেই সমস্ত বিষয় নিয়েও পর্যাপ্ত তদন্ত করা হবে। কোনওভাবেই দোষীরা ছাড়া পাবে না। কারও বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকে তাহলে আমরা বলছি আপনারা পুলিশকে জানান। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।"
এদিন স্থানীয় মানুষের অভিযোগ নিয়েও এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মাকে প্রশ্ন করা হয় ৷ স্থানীয় বাসিন্দারা নির্দিষ্ট কয়েকজনের গ্রেফতারি দাবি ও এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন ৷ কিন্তু সেই অভিযুক্তদের খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ এই বিষয়ে এডিজি আইন-শৃঙ্খলা জানিয়েছেন, অভিযোগ এলে তদন্ত করে পুলিশ ব্যবস্থা নেবে।