পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিচারের আশায় শাহজাহান, গ্রেফতারির পর প্রথমবার মুখ খুললেন সন্দেশখালির ‘ত্রাস’

Sheikh Shahjahan: 56 দিন পলাতক থাকার পর রাজ্য পুলিশ গ্রেফতার করে শেখ শাহজাহানকে ৷ পুলিশি হেফাজতে থাকাকালীন প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তিনি ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে এখন সিবিআই হেফাজতে রয়েছেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের এই তৃণমূল সদস্য ৷ শুক্রবার হাসপাতালে যাওয়ার সময় প্রথমবার মুখ খোলেন তিনি ৷

Sheikh Shahjahan
Sheikh Shahjahan

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 1:47 PM IST

Updated : Mar 8, 2024, 5:35 PM IST

বিচারের আশায় শাহজাহান, গ্রেফতারির পর প্রথমবার মুখ খুললেন সন্দেশখালির ‘ত্রাস’

কলকাতা, 8 মার্চ: গ্রেফতার হওয়ার পর প্রথমবার মুখ খুললেন শেখ শাহজাহান ৷ যাঁকে সন্দেশখালির ত্রাস হিসেবে চিহ্নিত করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ, সেই শাহজাহান শুক্রবার বললেন, "বিচারের আশায় আছি ৷" তবে অত্যন্ত নিচুস্বরে এই কথা বলেছেন তিনি ৷

এ দিন তাঁকে দক্ষিণ 24 পরগনার জোকায় ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে গিয়েছিল সিবিআই ৷ কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে তাঁকে সেখানে প্রবেশ করানো হয় ৷ সেই সময়ই তিনি এই কথা বলেন ৷ তবে আর কোনও কথা তাঁকে বলতে দেওয়া হয়নি ৷ সঙ্গে সঙ্গেই হাসপাতালে ঢুকিয়ে দেন কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর আধিকারিকরা ।

উল্লেখ্য, গত সপ্তাহে রাজ্য পুলিশ গ্রেফতার করে শেখ শাহজাহানকে ৷ গভীর রাতে গ্রেফতারের পর বেলার দিকে তাঁকে পেশ করা হয় বসিরহাট মহকুমা আদালতে ৷ সেই সময় তিনি কোনও প্রশ্নের উত্তর দেননি ৷ বরং আঙুল তুলে জানিয়ে দেন যে তিনি কোনও প্রশ্নের উত্তর দেবেন না ৷

আদালত থেকে বের হওয়ার সময়ও তিনি চুপ ছিলেন ৷ সেদিন বসিরহাট আদালত থেকে তাঁকে সরাসরি ভবানীভবনে নিয়ে আসা হয় ৷ সিআইডি-র আধিকারিকরা যখন তাঁকে ভিতরে নিয়ে যাচ্ছে, সেই সময়ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাঁর উদ্দেশ্য়ে একাধিক প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন ৷ তখনও তিনি নীরব ছিলেন ৷

এর পর বুধবার সন্ধ্যায় ফের প্রকাশ্যে আসেন শেখ শাহজাহান ৷ প্রথমে সিআইডি তাঁকে নিয়ে যায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ৷ এর পর তাঁকে সিবিআই-এর হেফাজতে তুলে দেয় সিআইডি ৷ হেফাজতে পাওয়ার পর তাঁকে নিয়ে জোকার ইএসআই হাসপাতালে যায় সিবিআই ৷ সেই সময়ও তাঁকে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছিল ৷ কিন্তু তিনি কোনও উত্তর দেননি ৷ তবে শুক্রবার হাসপাতালে প্রবেশের সময় তিনি প্রথমবার মুখ খুললেন ৷

গত কয়েক বছরে সিবিআই বা ইডির হাতে রাজ্যের একাধিক হেভিওয়েট ব্যক্তি গ্রেফতার হয়েছেন ৷ তাঁদের মধ্য়ে শাসক দলের নেতার সংখ্যাই বেশি ৷ হাসপাতালে প্রবেশের সময় বা বের হওয়ার সময় তাঁদের নানা মন্তব্য করতে দেখা গিয়েছে ৷ কখনও তাঁদের কথায় ক্ষোভ ঝড়ে পড়েছেন ৷ কখনও আবার তাঁদের বক্তব্যে মিলেছে অভিমানের সুর ৷

এখন দেখার আগামিদিনে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়া শেখ শাহজাহানও তেমন কিছু বলেন কি না !

আরও পড়ুন:

  1. শাহজাহানের বাড়ির তালা ভাঙল সিবিআই, তথ্য সংগ্রহে কেন্দ্রীয় ফরেন্সিক টিমও
  2. শাহজাহানকে হেফাজতে পেয়ে তদন্তে গতি আনল সিবিআই, শঙ্করকে নিয়ে তৎপরতা বনগাঁতেও
  3. সন্দেশখালির ঘটনায় সিবিআইকে সাক্ষীদের নিরাপত্তা দিতে বলল হাইকোর্ট
Last Updated : Mar 8, 2024, 5:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details