পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছুটির মেজাজে স্ব-মহিমায় রয়্যাল বেঙ্গল ! সার্থক সুন্দরবন যাত্রা - ROYAL BENGAL TIGER

Royal Bengal Tiger at Sundarbans: তেনার দেখা পাওয়া সত্যিই ভাগ্যের ৷ তবে এবার দর্শন হল। তাও আবার রবিবার ৷ রয়্যাল বেঙ্গলের দেখা মিলতেই উচ্ছসিত পর্যটকরা ৷ সুন্দরবনের কোন অঞ্চলে দেখা দিলেন তিনি ?

Sundarbans News
সুন্দরবনে অবাধ বিচরণে রয়্যাল বেঙ্গল টাইগার (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2024, 8:26 PM IST

সুন্দরবন, 25 অগস্ট: ভ্রমণপিপাসু বাঙালির কাছে সুন্দরবন অন্যরকম আবেগ । আর এখানে ঘুরতে আসার মূল কারণ রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন । সেই আশা নিয়েই সিংহভাগ পর্যটক সুন্দরবনে ঘুরতে আসেন ৷ তবে তিনি আবার সবসময় দর্শন দেন না ৷ কিন্তু পর্যটকদের কপাল ভালো থাকলে সুন্দরবনের রাজার দর্শন অবশ্যই মিলবে ৷ যেমনটা হল রবিবার ৷ ছুটির দিনে স্ব-মেজাজে পর্যটকদের সামনে দেখা দিলেন দক্ষিণরায় ৷ নদীর খাড়িতে দেখা মিলল তাঁর ৷ যার সাক্ষী রইলেন কলকাতা থেকে আসা 25 জনের পর্যটকের দল ৷

দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের (ইটিভি ভারত)

এই পর্যটকদের দলটি বনদফতরের গাইড সমীরণ সর্দার ও হরিপদ সরদারের নৌকায় করে ঝড়খালি থেকে বৈধ পাস নিয়ে সুন্দরবনের দোবাঁকি এলাকায় গিয়েছিলেন । দোবাঁকি থেকে পীরখালি 6 নম্বর জঙ্গল সংলগ্ন এলাকাতেই তাঁরা দর্শন পান রয়্যাল বেঙ্গলের ৷ দেখা মাত্রই ক্যামেরা বের করে বাঘকে লেন্সবন্দি করে পর্যটকদের দল ৷ বৃষ্টি-বাদলে ছুটির দিনে এমন সুন্দর বাঘ দর্শন কপালে না থাকলে হয় নাকি !

রবিবার দোঁবাকির জঙ্গল থেকে বেরিয়ে আসতে দেখা যায় তেনাকে ৷ অল্প সময়ের মধ্যেই নদীতে সাঁতার কেটে পীরখালির জঙ্গলে ফের ঢুকে যায় রয়্যাল বেঙ্গল । খাঁড়ি পাড় হওয়ার সময় ওই বাঘটিকে নদী পেরোতে দেখেন পর্যটকরা । যদিও সুন্দরবনে প্রচলিত প্রবাদ বলে, বাঘ দেখা সবার কপালে হয় না ।

সুন্দরবনে রয়্যাল বেঙ্গল বাঘ দেখার মুহূর্ত (ইটিভি ভারত)

ইদানীংকালে অবশ্য সুন্দরবনে বেড়েছে বাঘের আনাগোনা ৷ কারণ 2018 সাল থেকে হওয়া বাঘসুমারির তথ্য অনুযায়ী, সুন্দরবনে বাঘের সংখ্যা অনেকটাই বেড়েছে । ফলে ম্যানগ্রোভের দ্বীপে ঘুরতে গেলে দক্ষিণরায়ের দেখা পাচ্ছেন সাধারণ মানুষ । বৃষ্টি-বাদলের আবহাওয়ায় সুন্দরবনে বেড়াতে আসা ভ্রমণপিপাসুদের মনের ইচ্ছে পূরণ করছে রয়্যাল বেঙ্গল । সুন্দরবনের রাজাকে স্বমহিমায় তার রাজত্বে বিচরণ করতে দেখে খুশি পর্যটকরা ।

ABOUT THE AUTHOR

...view details