সুন্দরবন, 25 নভেম্বর:শীত পড়তে না পড়তে সুন্দরবনে দেখা মিলল রয়াল বেঙ্গল টাইগারের ৷ একটা নয়, তিনটে বাঘ একসঙ্গে জল খেতে এসেছিল বনি ক্যাম্পে কৃত্রিম জলাশয়ে ৷ দুই শাবক-সহ বাঘিনীকে দেখে খুশিতে আত্মহারা পর্যটকরা ৷
রাজ্যে ইতিমধ্যেই প্রবেশ করেছে শীত । আর শীত মানেই ঘোরাঘুরি ও চড়ুইভাতির আমেজ । শীতের মরশুমে পর্যটকদের জন্য তাই খুলে গিয়েছে সুন্দরবন । ইতিমধ্যেই শীতের হালকা আমেজকে উপভোগ করতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক ভিড় জমিয়েছে সেখানে । মনোরম বন্য পরিবেশ এবং বাঘ দেখার আশায় সুন্দরবনে আসছেন এইসব পর্যটকরা । তবে সব পর্যটকদের ভাগ্যে দক্ষিণরায়ের দর্শন পাওয়া হয়ে ওঠে না । কিন্তু কিছু কিছু ভাগ্যবান পর্যটক রবিবার একটা নয়, গোটা বাঘের পরিবারকে দেখতে পেলেন ।
সুন্দরবনে দেখা মিলল রয়াল বেঙ্গল টাইগারের (ইটিভি ভারত) বনদফতরের তরফে বনি ক্যাম্পে কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে ৷ সেখানেই শীতের পড়ন্ত বিকেলে দুই শাবককে নিয়ে বাঘিনী মিষ্টি জল খেতে হাজির হয় ৷ সেই সময় বনি ক্যাম্পে ঘুরতে গিয়েছিল একদল পর্যটক ৷ এই বিরল দৃশ্য পর্যটকরা ক্যামেরাবন্দি করেন । বনি ক্যাম্পে বাঘের দেখা মেলায় খুশি বনকর্মীরাও ।
শীতের শুরুতেই সাক্ষাৎ দিল রয়াল বেঙ্গল টাইগার (নিজস্ব ছবি) এক পর্যটক বলেন, "রবিবার জয়নগর থেকে আমরা বেশ কয়েকজন পর্যটক বনি ক্যাম্পে ঘুরতে এসেছিলাম ৷ সেই সময় বনি ক্যাম্পে কৃত্রিম মিষ্টি জলের জলাশয়ে একসঙ্গে তিনটে বাঘ জল খেতে এসেছিল । সচারাচর এমন দৃশ্য দেখা যায় না । বাঘিনী ও তার দুই শাবক ছিল । তাদের দেখে আমরা আনন্দে আত্মহারা হয়ে পড়ি । অন্যান্য পর্যটক-সহ আমরা এই বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়ি ।"
বাঘের দর্শনে খুশি পর্যটকরা (নিজস্ব ছবি) তাঁর কথায়, "বেশ কিছুক্ষণ পর্যটকদের দর্শন দেওয়ার পর আবারও স্বমহিমায় শাবকদের নিয়ে বাঘিনী জঙ্গলে ফিরে যায় । আমরা এই দৃশ্য দেখে দারুণ আনন্দ পেয়েছি । সুন্দরবনে বাঘ দর্শন মানেই ভাগ্যের ব্যাপার । কলকাতা থেকে বহু পর্যটক সুন্দরবনে ঘুরতে আসেন বাঘ দেখার জন্য ৷ কিন্তু তাঁদের ভাগ্যে বাঘ দর্শন থাকে না । আমরা দেখতে পেয়েছি ৷ তাই আমরা খুব আনন্দিত ।"
জল খেতে আসে দুই শাবক-সহ বাঘিনী (নিজস্ব ছবি) বনদফতরের এক কর্মী বলেন, "শীতকালের আবহাওয়ায় জঙ্গলে বন্য জীবজন্তুর জন্য থাকা পানীয় জলের জলাশয়গুলি শুকিয়ে যায় ৷ এর কারণে রায়দিঘি রেঞ্জের বনদফতরের পক্ষ থেকে বনি ক্যাম্পে বেশকিছু কৃত্রিম জলাশয় করা হয়েছে ৷ প্রায় সময় বনি ক্যাম্পের জলাশয়ে বন্য জীবজন্তুরা তৃষ্ণা নিবারণের জন্য জল খেতে আসে । সাধারণত বাঘেরা রাতেই এই জলাশয়ে জল খেতে আসে ৷ কিন্তু সচরাচর দিনের বেলা তাদের দেখা মেলে না ৷ তবে রবিবারের ঘটনা সত্যিই দুর্লভ । পর্যটকরা সুন্দরবন ভ্রমণ করতে এলে বনি ক্যাম্পে বাঘ দেখার আশায় ছুটে আসে । তদের সেই আশা পূর্ণ হওয়ায় অত্যন্ত খুশি পর্যটকরা । একসঙ্গে তিনটি বাঘ দেখতে পেয়েছেন তাঁরা ৷"