কলকাতা, 27 ফেব্রুয়ারি: বর্তমানে প্রযুক্তির সময়ে দাঁড়িয়েও কুসংস্কার পিছু ছাড়ছে না কিছু মানুষের ৷ পুত্র সন্তান হয়েছে ৷ তাই সন্তানের মঙ্গলার্থে হাসপাতাল চত্বরেই মোরগ বলি দিয়ে বসলেন পরিবার । কলকাতা মেডিক্যাল কলেজের ঘটনায় হুলুস্থুল কাণ্ড । তবে শুধু মোরগ বলিতেই শেষ নয়, সঙ্গে হাসপাতালের মধ্যেই চলল নানা পুজো পাঠও ।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল চারটের সময় কুসংস্কারের শিকার এক পরিবার এই লজ্জ্বার ঘটনা ঘটায় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সেখানকার প্রসূতি বিভাগে অর্থাৎ ইডেন ব্লিডিং -এ বলি দেওয়া হয় মোরগ । পরিস্থিতি নজরে আসতেই সেখানে আসেন হাসপাতাল কর্তৃপক্ষ । যদিও ততক্ষণে বাড়ি চলে গিয়েছেন রোগীর পরিবার ।
হাসপাতাল সূত্রের খবর, বেশ কিছুদিন আগে প্রসবের জন্য কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি হয়েছিলেন ওই রোগীর পরিবার । কিছুদিন আগে তাদের পুত্র সন্তান জন্মায় । আজ হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথেই প্রসূতি বিভাগের পিছন দিকে সন্তানের মঙ্গলার্থে বলি দেওয়া হল মোরগ । ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও । কিন্তু ততক্ষণে হাসপাতাল থেকে বাড়ির পথে রোগীর পরিবার ।