সোদপুর, 5 ডিসেম্বর: চার মাস অতিক্রান্ত ! এখনও মেলেনি সুবিচার । সেই আবহেই এবার আরজি কর-কাণ্ডে ন্যায় বিচার পেতে সিবিআইয়ের উপর চাপ বাড়ানোর কৌশল নিলেন নির্যাতিতা ছাত্রীর পরিবার । প্রয়োজনে সুবিচার পেতে দিল্লি গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার ইচ্ছা রয়েছে নিহত চিকিৎসক পড়ুয়ার বাবা-মায়ের । সেখানে গিয়ে তাঁদের মনের কথাও জানাতে চান তাঁরা ।
নির্যাতিতা ছাত্রীর পরিবারের দাবি, ‘‘আন্দোলনের তীব্রতা বাড়লে চাপে পড়ে একদিন তাঁরাও সাক্ষাৎ করতে বাধ্য হবেন নিহত চিকিৎসক পড়ুয়ার বাবা-মায়ের সঙ্গে ।’’ তাই, পথে নেমে আন্দোলনের মাধ্যমে সিবিআইয়ের উপর চাপ বাড়াতে চান আরজি করে নিহত চিকিৎসক পড়ুয়ার বাবা-মা । পাশাপাশি তাঁরা একটি ফেসবুক পেজও খুলেছেন ৷ সেখানে তাঁরা মেয়ের বিচারের দাবিতে সরব হয়েছেন ৷
আরজি করে নিহত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর কেটে গিয়েছে 119 দিন । সুবিচার পেতে একসময় গর্জে উঠেছিল গোটা বাংলা । অবস্থানে বসেছিলেন নির্যাতিতা ছাত্রীর বাবা-মাও । এতকিছুর পরেও এখনও অধরা সুবিচার । বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে সেই প্রসঙ্গ তুলে ধরে নির্যাতিতার বাবা বলেন, "119 দিন হয়ে গেল । এখনও আমরা মেয়ের মৃত্যুর সুবিচার পায়নি । তদন্ত সঠিকভাবে চলছে না । বিচার পাওয়া তো দূরস্ত ! এই পরিস্থিতির মধ্যেও আমাদের গায়ে রাজনৈতিক রং লাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে । অনেকেই এনিয়ে অনেক কথা বলছেন । কিন্তু, আমরা স্পষ্ট করতে চাই রাজনীতির ঊর্ধ্বে উঠে শুধুমাত্র বিচার দাবিতেই লড়ে যাচ্ছি ।"
সংবিধান দিবসে বিধানসভায় গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করেছিলেন আরজি করে নির্যাতিতার বাবা-মা । তার ব্যাখা দিতে গিয়ে নির্যাতিতার বাবা এদিন বলেন, "শুধুমাত্র বিচার পাওয়ার আশাতেই তাঁদের সঙ্গে দেখা করেছিলাম । কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয় । ওঁরা সেসময় আশ্বাস দিয়েছিলেন, আমাদের লড়াইয়ের পাশে থাকবেন তাঁরা । কিন্তু, এরপরও আমরা দেখলাম থ্রেট কালচারে অভিযুক্ত অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে আনার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার ।"