কলকাতা, 17 জানুয়ারি:আরজি করে নির্যাতিতার খুন ও ধর্ষণের ঘটনায় রায় ঘোষণা 18 জানুয়ারি অর্থাৎ শনিবার। শিয়ালদা আদালতে হবে মামলার রায় ঘোষণা। গতবছর অগস্টে নির্যাতিতার মৃত্যুর পর থেকেই আরজি করের ঘটনা ঘিরে তোলপাড় হয়েছে রাজ্য, দেশ তথা বিশ্ব ৷ দিন যত পেরিয়েছে ততই আরজি কর আন্দোলনের স্লোগান 'জাস্টিস ফর আরজি কর' তীব্র হয়েছে। রাত দখল থেকে মোমবাতি মিছিলে সামিল হয়েছেন শহরবাসী ৷ প্রতিবাদ হয়েছে দেশের সমস্ত বড় শহর থেকে শুরু করে বিদেশেও। শেষমেশ সেই কাঙ্খিত বিচার মিলবে কি না তা জানা যাবে 18 তারিখ, শনিবার দুপুর আড়াইটে নাগাদ ৷
আরজি করের ঘটনার টাইমলাইন-
9 অগস্ট- আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হল থেকে মিলল পিজিটি তরুণী চিকিৎসকের দেহ।
10 অগস্ট- তরুণী চিকিৎসক খুনে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ।
11 অগস্ট- বদলি আরজি করের সুপার তথা উপাধ্যক্ষ সঞ্জয় বশিষ্ঠ । কর্মবিরতির ডাক দেওয়া হল । জরুরি পরিষেবা বাদে বাদবাকি সব পরিষেবা বন্ধ রাখার ডাক দিলেন আবাসিক ডাক্তাররা । উঠল অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সরানোর দাবি ।
12 অগস্ট- আরজি কর হাসপাতালের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিলেন সন্দীপ ঘোষ । বিকেলের মধ্যে তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে বদলি করা হল । আরজি করের নির্যাতিতার সোদপুরের বাড়ি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানালেন, রবিবারের মধ্যে সমাধান না হলে সিবিআই-কে তদন্তভার দেবে সরকার।
13 অগস্ট- আরজি করের তরুণী চিকিৎসকের মৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । এছাড়া সন্দীপ ঘোষকে ছুটিতে যাওয়ার পরামর্শ ।
14 অগস্ট- আরজি করের ঘটনার প্রতিবাদে প্রথমবার রাত দখল কর্মসূচি দেখল কলকাতা । সেদিনই আরজি কর হাসপাতালের জরুরি বিভাগে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা ।
16 অগস্ট- দুপুরে মাঝরাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে আরজি করের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই জেরা ।
17 অগস্ট- কর্মবিরতি শুরু করল আইএমএ । মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিলেন রাতে কাজ মহিলা চিকিৎসকরা কাজ করবেন না ।
18 অগস্ট- মোহন-ইস্ট ডার্বি বাতিলের সিদ্ধান্ত নিল রাজ্য় প্রসাশন।
20 অগস্ট- সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হল।
23 অগস্ট- আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তভারও সিবিআই-এর হাতে দিল কলকাতা হাইকোর্ট।
24 অগস্ট- সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হল। পাশাপাশি, প্রেসিডেন্সি সংশোধনাগারে হল সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট। সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। বঙ্গরত্ন ফেরালেন লেখক-গবেষক পরিমল দে।
27 অগস্ট- ছাত্রসমাজ ব্য়ানারে নবান্ন অভিযান, খণ্ডযুদ্ধ বাধল বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের। পাথরের আঘাতে চোখে আঘাত পুলিশ সার্জেন্টের।
30 অগস্ট- আরজি করের ঘটনায় দোষীদের সাজা চেয়ে প্রধানমন্ত্রীকে দ্বিতীয় চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । ছাত্রসমাজ আন্দোলনে গ্রেফতার হওয়া ছাত্রনেতা সায়ন লাহিড়িকে জামিন দিল কলকাতা হাইকোর্ট ।
2 সেপ্টেম্বর- 17 দিন লাগাতার জিজ্ঞাসাবাদের পর আরজি কর হাসপাতালের দুর্নীতির মামলায় সিবিআই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করল ।
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের লালবাজার অভিযান শুরু ।
3 সেপ্টেম্বর- বিধানসভায় পেশ হল অপরাজিতা আইন (দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল) এবং তা পাশও হল ।
অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দরা কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করে তাঁকে প্রতীকী শিরদাঁড়া উপহার দিলেন ।
4 সেপ্টেম্বর- আরজি করের প্রতিবাদে আবারও রাত দখল দেখল রাজ্য ।
5 সেপ্টেম্বর- স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় সাসপেন্ড হলেন দুই পিজিটি চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস ও অভীক দে।
8 সেপ্টেম্বর- আরজি করের ঘটনার প্রতিবাদে রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন প্রাক্তন আমলা জহর সরকার।
10 সেপ্টেম্বর- আইএমএ-র তরফে বাতিল ডাঃ সুশান্ত রায়ের সদস্য পদ ।
11 সেপ্টেম্বর- স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ । সরকারের সঙ্গে মেইল দেওয়া-নেওয়া, আলোচনার ইঙ্গিত পাওয়া গেলেও তা হয়নি ।
14 সেপ্টেম্বর- আরজি করে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল । দুপুর 1টা নাগাদ মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যভবনের সামনে ডাক্তারদের ধরনাস্থলে পৌঁছলেন । তাঁর সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার৷ তিনি বাড়িতে আন্দোলনকারীদের বৈঠকের বসার আমন্ত্রণ জানালেন৷ কিন্তু বাড়ি পর্যন্ত গিয়েও সেই বৈঠক হল না ৷ মুখ্যমন্ত্রী এই বৈঠকের ভিডিয়ো রেকর্ডিং করতে সম্মতি দিলেন না । ভণ্ডুল হয়ে গেল বৈঠক ।
16 সেপ্টেম্বর- কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক 41 জন আন্দোলনকারী চিকিৎসকের ৷ ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ডিজি রাজীব কুমার । কমিশনার বিনীত গোয়েল, ডিসি নর্থ অভিষেক গুপ্ত, স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েককে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
19 সেপ্টেম্বর- আংশিক কর্মবিরতি তোলার সিদ্ধান্ত । স্বাস্থ্যভবনের সামনে থেকে অবস্থান তোলার কথা জানালেন জুনিয়র ডাক্তাররা। সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্তকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। আরজি করের ঘটনায় হিংসাকে মদত দেওয়ার ভভিযোগেই তিনি গ্রেফতার হন। সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল।
27 সেপ্টেম্বর- এসএসকেএম হাসপাতালে গণকনভেনশন জুনিয়র ডাক্তারদের । বিচারের দাবিতে আবার সরব হল কলকাতা।
28 সেপ্টেম্বর- আরজি করের ঘটনার উপর স্বল্পদৈর্ঘ্যের সিনেমা 'আগমনী' তৈরির ফলে সাসপেন্ড হলেন টিএমসিপির সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তী ও রাজন্যা হালদার ।
2 অক্টোবর- মহালয়ার ভোরে আরজি করে বসল নির্যাতিতার মূর্তি । 1 অক্টোবর রাতভর চলল তর্পণ কর্মসূচি।
6 অক্টোবর- জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন শুরু ৷ ঠিক হল, প্রথম দফায় 6 জন অনশনে বসবেন ৷ আমরণ অনশনের প্রথম সারিতে যে 6 জন জুনিয়র ডাক্তাররা ছিলেন তাঁরা হলেন- কলকাতা মেডিক্যাল কলেজের পিজিটি অনুষ্টুপ মুখোপাধ্যায়, তনয়া পাঁজা ও ক্যানসার বিভাগের সিনিয়র রেসিডেন্ট স্নিগ্ধা হাজরা।
7 অক্টোবর- আরজি করের ঘটনার 58 দিনের মাথায় প্রথম চার্জশিট পেশ করল সিবিআই ৷ শিয়ালদা মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে চার্জশিট পেশ।
10 অক্টোবর- চিকিৎসক নেতা অনিকেত মাহাতোর শারীরিক অবস্থা সংকটজনক । তাঁকে আরজি করের ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি করা হল।
11 অক্টোবর- জামিন পেলেন ত্রিধারা সম্মিলনীর মণ্ডপে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগানে গ্রেফতার হওয়া অভিযুক্তরা।
12 অক্টোবর- অনশন মঞ্চ থেকে হাসপাতালে ভর্তি হলেন অনুষ্টুপ মুখোপাধ্যায়।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পড়ুয়া-চিকিৎসক অলোককুমার বর্মা অসুস্থ।
13 অক্টোবর- রাজ্যজুড়ে অরন্ধনের ডাক আন্দোলনকারী চিকিৎসকদের । সামিল অনেক সাধারণ মানুষ।
14 অক্টোবর- রাজভবন অভিযান ডাক্তারদের।
15 অক্টোবর- হাইকোর্টের অনুমতিতে রাজপথে দ্রোহের কার্নিভাল। অন্যদিকে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হল পুজো কার্নিভাল।
17 অক্টোবর- গণস্বাক্ষর কর্মসূচি জুনিয়র ডাক্তারদের।
19 অক্টোবর- ধর্মতলার অনশন মঞ্চে হাজির মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বরাষ্ট্র নন্দিনী চক্রবর্তী । ডাক্তারদের সঙ্গে মুখ্যসচিবের ফোনে কথা বললেন মমতা ।
21 অক্টোবর-নবান্নে বৈঠক হল মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের ৷ দু'ঘণ্টা ধরে হয় বৈঠক৷ বৈঠকের লাইভ স্ট্রিমিং হল৷ এরপর রাতে উঠল অনশন ।
22 অক্টোবর- অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা
13 নভেম্বর- আরজি করের ঘটনার 100তম দিনে কলকাতায় মহামিছিল ।
13 ডিসেম্বর- জামিন পেলেন আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল ৷ গ্রেফতারির 90 দিনের মাথাতেও কোনও রকমের সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি সিবিআই । ফলে এই ঘটনায় টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর করে শিয়ালদা আদালত ।
23 ডিসেম্বর- ডাক্তারদের ধর্নায় অনুমতি দিল হাইকোর্ট । সন্দীপদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিতে পারেনি । এই ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পথে নামার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা । সেই সূত্র ধরেই ধর্মতলায় ধর্না করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন করেছিলেন সিনিয়র চিকিৎসকরা । বড়দিন এবং বর্ষবরণের উৎসবের কথা বলে অনুমতি দেয়নি লালবাজার। এই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে মামাল করেন চিকিৎসকরা। তাতে বেশ কয়েকটি শর্ত আরোপ করে মামলার অনুমতি দেয় আদালত ।
9 জানুয়ারি: আরজি করের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ-খুনের রায় ঘোষণার দিন জানাল শিয়ালদা আদালত ৷
18 জানুয়ারি: রায় ঘোষণা হবে শিয়ালদা আদালতে ।