পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে অশান্তি, স্লোগান উঠল 'আরজি কর বানিয়ে দেব' - RG Kar Slogan in KNU - RG KAR SLOGAN IN KNU

Kazi Nazrul University: কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালনের অনুষ্ঠানে গণ্ডগোল বাঁধল ৷ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় অভিযোগ, সেই সময় স্লোগান ওঠে 'আরজি কর বানিয়ে দেব' ৷

ETV BHARAT
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে অশান্তি (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 16, 2024, 7:02 PM IST

Updated : Aug 16, 2024, 8:16 PM IST

আসানসোল, 16 অগস্ট: আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপনের সময় বহিরাগতদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুললেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । বিশেষ ভাবে সক্ষম মহিলা অশিক্ষক কর্মীকেও হেনস্থা করার অভিযোগ উঠেছে । বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বহিরাগত দুষ্কৃতীদের গলায় স্লোগান ছিল 'জয় বাংলা' এবং 'আরজি কর বানিয়ে দেব'।

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে অশান্তি (নিজস্ব চিত্র)

শুক্রবার ছিল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস । ছাত্র বিক্ষোভের জেরে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে আসছিলেন না বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় । কিন্তু প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান উদযাপন করতে উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় আজ বিশ্ববিদ্যালয় গিয়েছিলেন । কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এই প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান চলছিল । কিন্তু অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন বহিরাগত একদল দুষ্কৃতী এসে অশান্তি পাকায় । তারা দরজা ভেঙে দেয় বলে অভিযোগ । এরপর বহিরাগতদের বাধা দিতে গেলে অশিক্ষক কর্মীদের মারধর পর্যন্ত করার অভিযোগ উঠেছে ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "বিশেষ ভাবে সক্ষম অশিক্ষক মহিলা কর্মীকে হেনস্তা করা হয়েছে । তাঁর স্ক্র‍্যাচ কেড়ে নিয়ে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় ।" ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় আসানসোল উত্তর থানার পুলিশ । তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । উপাচার্য জানান, এই ঘটনার পর আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । এর পাশাপাশি উচ্চশিক্ষা দফতর-সহ মুখ্যমন্ত্রীকেও বিষয়টিকে জানানো হয়েছে ।

উপাচার্য স্পষ্ট জানিয়েছেন, দুষ্কৃতীদের গলায় স্লোগান ছিল 'আরজি কর বানিয়ে দেব'। উপাচার্য যদিও দুষ্কৃতীদের কোনও দলভুক্ত করেননি তাঁর বক্তব্যে । কিন্তু বিষয়টি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিনব মুখোপাধ্যায়ের দাবি, "সম্পূর্ণ মিথ্যে কথা । আরজি কর নিয়ে কোনও এরকম স্লোগান দেওয়া হয়নি । মূল সমস্যা থেকে চোখ সরিয়ে দেওয়া হয়নি ।" এরপর উপাচার্য বিশ্ববিদ্যালয় থেকে বেরোতে গেলে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রী প্রতিনিধিরা ।

Last Updated : Aug 16, 2024, 8:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details