ব্যারাকপুর, 17 অগস্ট:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি খারিজ করলেন আরজি কর হাসপাতালে মৃত চিকিৎসক পড়ুয়ার বাবা। আরজি কর হাসপাতাল-কাণ্ডে শুক্রবার পথে নেমে দোষীদের ফাঁসির দাবিতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে নিহত চিকিৎসকের দেহ আটকানোর অভিযোগ তুলে বিজেপির এক নেত্রীকে নিশানা করেন তিনি। কিন্তু এদিন রাতেই সোদপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর এই অভিযোগ উড়িয়ে দেন নিহত চিকিৎসকের বাবা-মা।
তবে, রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে নামাকে এদিন তাঁরা সহমর্মিতা জানিয়েছেন। এই প্রসঙ্গে নিহত চিকিৎসকের বাবা বলেন, "উনি আমাদের জন্য যথেষ্ট করেছেন । উনিই তো প্রথমে সিবিআই তদন্তের কথা বলেছিলেন ৷ এখন সিবিআই তদন্ত করছে ৷ আমরা শুধুমাত্র তদন্তকারী সংস্থার থেকে মেয়ের মৃত্যুর ন্যায়বিচার চাইছি ।"
এদিকে, নিহত চিকিৎসক ও তাঁর বাবা-মা'র পরিচয় যেভাবে বেশকিছু সোশাল মিডিয়া প্রকাশ্যে আনছে, তা নিয়েও এদিন অসন্তোষ প্রকাশ করেছেন মৃত চিকিৎসকের বাবা। এই বিষয়ে তিনি বলেন, "সোশাল মিডিয়ায় কিছু পোস্ট করা হচ্ছে । তাতে সত্যিই আমরা বিরক্ত ।" তবে, তদন্ত প্রক্রিয়া নিয়ে এদিন কিছুই বলতে চাননি নিহত চিকিৎসকের বাবা-মা । শুধু জানিয়েছেন, বিচারাধীন বিষয় এড়িয়ে চলাই ভালো। এটুকু বলতে পারি, "সিবিআই তদন্ত করছে ৷ এত মানুষ আমাদের পাশে আছে, মেয়ে যেন সুবিচার পায়, আমরা সেটাই চাই ৷"