পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমরা ভাবি পশ্চিমবঙ্গে মেয়েদের নিরাপত্তা রয়েছে, কিন্তু ধারণা ও বাস্তবে তফাৎ আছে: অপর্ণা সেন - APARNA SEN

নারী নিরাপত্তায় দীর্ঘমেয়াদি ব্যবস্থা চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি দিল নাগরিক চেতনা মঞ্চ ৷ তাদের পক্ষে অপর্ণা সেন টেনে আনলেন আরজি কর প্রসঙ্গ ৷

ETV BHARAT
নারী নিরাপত্তা নিয়ে মমতাকে চিঠি অপর্ণা-সহ নাগরিক মঞ্চের (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : 17 hours ago

Updated : 16 hours ago

কলকাতা, 9 জানুয়ারি: নারী নিরাপত্তার দাবি তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি দিল নাগরিক চেতনা মঞ্চ । বৃহস্পতিবার প্রেস ক্লাবে এই সংগঠনের তরফে সাংবাদিক সম্মেলন করা হয় । সেখানেই উপস্থিত হয়ে অভিনেত্রী অপর্ণা সেন বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে হওয়া নারী নির্যাতনের ঘটনা তুলে ধরা হয়েছে চিঠিতে । নারীদের নিরাপত্তায় কাঠামোগত কিছু পরিবর্তন ও দীর্ঘমেয়াদি ব্যবস্থার পক্ষে সওয়াল করেন তিনি ৷

এদিন অপর্ণা সেন জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর পাশাপাশি, শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ-প্রশাসন, পরিবহণ, সব দফতরেই চিঠি দিচ্ছেন তাঁরা । তাঁরা কারও পদত্যাগ চাইছেন না । তাঁদের দাবি, প্রশাসন যেন নাগরিকদের দাবিগুলি মেনে নেন । তাঁর কথায়, "আরজি করের ঘটনা সকলের মধ্যেই অভিঘাতের তরঙ্গ তৈরি করেছিল । আমরা চিরকাল ভাবি পশ্চিমবঙ্গ একটি নিরাপদ রাজ্য, এখানে মেয়েদের নিরাপত্তা রয়েছে । কিন্তু এই ধারণা এবং বাস্তব পরিস্থিতির মধ্যে কোথাও তফাৎ রয়েছে । বারবার বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে আমরা সেটা দেখতে পাচ্ছি । এই তফাৎটা যেন না থাকে । পশ্চিমবঙ্গ যেন দেশের মধ্যে সত্যি সত্যিই নিরাপদ রাজ্য হয়ে ওঠে ।"

আমরা ভাবি পশ্চিমবঙ্গে মেয়েদের নিরাপত্তা রয়েছে, কিন্তু ধারণা ও বাস্তবে তফাৎ আছে: অপর্ণা সেন (ইটিভি ভারত)

অপর্ণা সেন এদিন স্পষ্ট করে দেন যে, "নারী নিরাপত্তার কথা বললেও, আমরা কোনও রাজনৈতিক দলের হয়ে বা সরকারের হয়ে তদ্বির করতে আসিনি বা এ কথা বলতেও আসিনি যে, আপনারা এঁকে ভোট দিন বা এঁকে দেবেন না । রাজ্যে নারী নিরাপত্তার জন্যই নাগরিক মঞ্চ আজ একত্রিত হয়েছে ।"

কাদের নিয়ে নাগরিক চেতনা মঞ্চটি তৈরি এবং তাদের কী উদ্দেশ্য তার ব্যাখ্যা দিয়ে অপর্ণা সেন বলেন, বিভিন্ন পেশা থেকে উঠে আসা সমাজের বিভিন্ন স্তরের মানুষেরাই একত্রিত হয়ে ওই মঞ্চ তৈরি করেছেন ৷ তাঁর কথায়, "আরজি করের ঘটনার পর সবাই ভীষণ ক্ষুব্ধ ও আশঙ্কিত হয়েছিল ৷ আমাদের দেখতে হবে যে, আমাদের রাজ্যে আমরা কী করতে পারি, যাতে নারীদের নিরাপত্তায় একটা দীর্ঘমেয়াদি ব্যবস্থা করা যায় ৷ আমাদের বিশ্বাস, প্রশাসন এর সঙ্গে হাত মেলাবে ৷"

সমাজে নাগরিকদের দায়িত্ব ও কর্তব্যের কথা তুলে ধরে তিনি বলেন, "যে কোনও গণতন্ত্র ঠিকমতো চলতে হলে নাগরিকদের একটা চেতনা প্রয়োজন ৷ আরজি করের ঘটনার পর মানুষ রাস্তায় নেমেছিল ৷ একটা চেতনার জাগরণ হয়েছিল ৷ আমাদের একটা কর্তব্য আছে ৷ সেই চেতনা হল সজাগ থাকা, যে সরকারই থাকুক, তাদের সঙ্গে হাত মিলিয়ে চলা এবং তাদের স্পষ্ট ভাবে বলা যে, আমরা কিছু বদল চাইছি ৷"

নাগরিক চেতনা মঞ্চের সাংবাদিক সম্মেলনে এদিন অপর্ণা সেন ছাড়াও উপস্থিত ছিলেন সমাজকর্মী রিমঝিম সিংহ, কৃষক আন্দোলনের নেতা অভীক সাহা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তোর্ষা চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে ৷

Last Updated : 16 hours ago

ABOUT THE AUTHOR

...view details