পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি কর-কাণ্ডে আজই চার্জ গঠন করতে পারে আদালত - RG KAR HOSPITAL INCIDENT

আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনার 58 দিন পর প্রথম চার্জশিট জমা দিয়েছিল সিবিআই ৷ আজ চার্জ গঠন করতে পারে আদালত ৷

RG Kar Hospital Incident
আরজি কর-কাণ্ডে চার্জ গঠন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2024, 10:11 AM IST

কলকাতা, 4 নভেম্বর: আরজি কর-কাণ্ডে গত মাসে প্রথম চার্জশিট জমা দিয়েছিল সিবিআই ৷ ঘটনায় 87 দিন পর অর্থাৎ সোমবার চার্জ গঠন করতে পারে আদালত ৷

আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনে মুল অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়-সহ টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-কে আজ শিয়ালদা আদালতে পেশ করা হতে পারে । সিবিআই সূত্রের খবর, আজই শিয়ালদা আদালতে এদের বিরুদ্ধে চার্জ গঠন করা হতে পারে । আগে থেকেই নির্ধারিত ছিল যে নভেম্বর মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে ধৃত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে শিয়ালদা আদালতে চার্জশিট জমা দেবে সিবিআই ।

গত মাসের শুরুতে অর্থাৎ ঘটনার 58 দিন পর আরজি কর-কাণ্ডে প্রথম চার্জশিট জমা দিয়েছিল সিবিআই ৷ চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের মামলায় মুল অভিযুক্ত হিসাবে ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম উল্লেখ করা হয়েছিল চার্জশিটে । সোমবার সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারে সিবিআই

ইতিমধ্যেই টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল এবং আরজি কর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মোবাইল ফোনের রেকর্ড ঘেঁটে তদন্তকারীরা জানতে পেরেছেন, বেশ কয়েকবার কথা হয়েছিল দু'জনের মধ্যে । তবে সঙ্গে সঞ্জয় রায়ের সঙ্গে কখনও মোবাইলে কথা বলার কোন রেকর্ড বা তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা এখনও পায়নি । 9 অগস্ট আরজি কর হাসপাতালে জঘন্য এই অপরাধের ঘটনার তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ ওঠে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ৷ সেই অভিযোগের ভিত্তিতেই এই দু'জনকে গ্রেফতার করে সিবিআই ।

গত 9 অগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হল থেকে হাসপাতালেরই এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় । পরে জানা যায় তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে । সেই ঘটনার তদন্ত নেমে কলকাতা পুলিশ এক সিভিক ভলান্টিয়ারকে এই ঘটনায় যুক্ত থাকা সন্দেহে গ্রেফতার করে । পরবর্তী সময়ে এই ঘটনা তদন্তভার চলে যায় সিবিআই-এর হাতে । তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে সঙ্গে প্রকাশ্যে আসে আরজি কর হাসপাতালের ব্যাপক দুর্নীতি ।

ABOUT THE AUTHOR

...view details