বর্ধমান, 20 জানুয়ারি:আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় আজ সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস ৷ নির্যাতিতার পরিবারের দাবি, হাসপাতালের ভিতরের কেউ জড়িত না-থাকলে ঘৃণ্য় এই কাজ সঞ্জয়ের একার পক্ষে সম্ভব নয় ৷ এবার নির্যাতিতার পরিবারের সুরে সুর মিলিয়ে একই কথা বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷
দলের একটি কাজে এসে বর্ধমান জেলা কার্যালয়ে বসে সন্দেহ প্রকাশ করে দিলীপ ঘোষ বলেন, "সন্দেহ অনেকের অনেক কিছু আছে ৷ সেই জন্য সুপ্রিম কোর্ট নিজে মামলটি হাতে তুলেছে । শীর্ষ আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করছে । তথ্যের উপর ভিত্তি করে কলকাতা পুলিশের ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে । তবে, আমি জানি না আর কারও নাম রয়েছে কি না । প্রথম থেকেই সন্দেহ ছিল, এই ঘটনায় বিরাট একটা চক্রান্ত রয়েছে ৷ সেই চক্রকে বের না-করে পুরো বিষয়টিকে রাজ্য সরকার চাপা দেওয়ার চেষ্টা করছে ৷ এখন আদালত কী শাস্তি দেয়, সেই দিকেই তাকিয়ে আছি ।"
উল্লেখ্য়, শনিবার আরজি কর মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্য়স্ত করেছে শিয়ালদা আদালত ৷ ভারতীয় ন্যায় সংহিতার 64 (ধর্ষণ) নম্বর ধারা, 66 (ধর্ষণের পর মৃত্যু) নম্বর ধারা এবং 103 (1) (খুন) নম্বর ধারায় দোষী সাব্যস্ত করা হয় তাকে । সেই সঙ্গে আদালত জানায়, সোমবার সাজা ঘোষণা করা হবে ৷ সাধারণত দোষী সাব্য়স্তের 24 ঘণ্টার মধ্য়ে সাজা ঘোষণা করা হয় ৷ তবে এক্ষেত্রে মধ্যে রবিবার পড়ে যাওয়ায় সোমবার সাজা ঘোষণার দিন ধার্য করা হয় ৷ এই আবহে সঞ্জয়কে মৃত্যদণ্ড না যাবজ্জীবনের সাজা দেওয়া হবে ! সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় রাজ্য তথা দেশ ৷