পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ ফের রাতদখল ! 'বিচার পেতে আলোর পথে' কোথায় কোথায় কর্মসূচি - Rg Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Protest Over Kolkata Doctor's Rape and Murder: আজ এক অন্য রাতদখল ! বুধবার এক ঘণ্টা ঘরের আলো নিভিয়ে প্রদীপ হাতে রাস্তায় মানববন্ধনে ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা ৷ এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'বিচার পেতে আলোর পথে'।

Protest Over Kolkata Doctor's Rape and Murder
আজ ফের রাতদখল ! (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2024, 12:38 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর: 14 অগস্টের পর আজ ফের রাতদখল ! জুনিয়র ডাক্তারদের তরফে নেওয়া হয়েছে এই কর্মসূচি ৷ বুধবার তাঁরা ঘরের আলো নিভিয়ে রাখার আবেদন জানিয়েছেন । এদিন রাত 9টা থেকে 10টা এক ঘণ্টা ঘরের আলো নিভিয়ে প্রদীপ হাতে রাস্তায় মানববন্ধনে ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা ৷ তাঁরা এই কর্মসূচির নাম দিয়েছেন 'বিচার পেতে আলোর পথে'।

জুনিয়র ডাক্তারদের ডাকা 'বিচার পেতে আলোর পথে' কর্মসূচিতে যোগ দেবেন সিনিয়র ডাক্তাররাও ৷ এর পরে রাত 11টা থেকে আরও একটি কর্মসূচি রয়েছে সিনিয়র চিকিৎসকদের ৷ কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও পালিত হবে চিকিৎসকদের এই রাত দখল কর্মসূচি। মোট 29টি জায়গায় রাত দখল করবেন চিকিৎসকরা। এ ছাড়াও একাধিক জায়গাতে চলবে এই রাত দখল কর্মসূচি ৷ কারণ সকলের নজর থাকবে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানির দিকে ৷ কারণ আগামিকাল আরজি কর-কাণ্ডে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে সিবিআই ৷

আজ রাতে কোথায় কোথায় কর্মসূচি রয়েছে, জেনে নিন

1. কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত মিছিল ৷ তারপর জমায়েত ও রাত দখল। (দ্য পিপলস ফোরামের উদ্যোগে)
2. যাদবপুর 8বি বাসস্ট্যান্ড
3. বিশ্ববাংলা গেট
4. সিঁথির মোড়
5. বারাসাত ডাকবাংলো মোড়
6. লর্ডস মোড়, লেক গার্ডেন্স
7. কল্যাণপুর হাউসিং, আসানসোল
8. ⁠দাঁইহাট রাজবাড়ি মোড়, বর্ধমান
9. বালুরঘাট
10. ⁠বহরমপুর চৌতারা
11. কলেজ স্ট্রিট, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট ক্রসিং
12. করুণাময়ী, সল্টলেক
13. সখেরবাজার, বেহালা
14. রুবি মোড়, কলকাতা
15. কল্যাণী
16. ⁠বিশ্রামতলা মোড়, কান্দি
17. কালিবাড়ী, গোবরডাঙা
18. আগরপাড়া
19. ঝাড়গ্রাম
20. চতুরঙ্গ ময়দান, দুর্গাপুর
21. মন্দিরতলা, হাওড়া
22. পর্ণশ্রী, বেহালা বাসস্ট্যান্ড
23. লর্ড’স বেকারি মোড়
24. সল্টলেক, পিএনবি
25. বেহালা কদমতলা
26. বাঘাযতীন স্টেট জেনারেল হসপিটাল
27. ঘড়ির মোড়, চুঁচুড়া
28. নোয়াপাড়া থানার পাশে
29. ব্যারাকপুর স্টেশন 1নম্বর প্ল্যাটফর্ম চত্বর
30. রহড়া বাজার মোড়
31. লেকটাউন ঘড়ির মোড়
32. চাঁচাই, বারোয়ারিতলা, পূর্ব বর্ধমান
33. রাসবিহারী
34. সোদপুর ট্রাফিক মোড়
35. রাণুছায়া মঞ্চ, অ্যাকাদেমি চত্বর
36. মধ্যমগ্রাম চৌমাথা
37. গড়িয়া, বোড়াল, রক্ষিতের মোড়
38. গান্ধি মূর্তির পাদদেশ, শিলিগুড়ি
39. গড়িয়ার মোড়
40. ক্যানিং হসপিটাল মোড়
41. গড়ফা বাজারের সামনে
42. দানেশ শেখ লেন বাসস্ট্যান্ড
43. দমদম স্টেশন (রিলায়ন্স ট্রেন্ডস) থেকে নাগেরবাজার
44. শিবতলা, ধান্যকুড়িয়া
45. দোলতলা থেকে কাটাখাল, মধ্যমগ্রাম।
46. কদমতলা পাওয়ারহাউস, হাওড়া
47. পলতা এসবিআই
48. রিলাইফ হসপিটাল থেকে গৌরী সিনেমা হল, উত্তরপাড়া কলেজ হল্ট, আলিপুরদুয়ার
49. বারাসাত স্টেশন ১ নং থেকে কলোনি মোড়।
50. বাগুইয়াটি নেতাজি মূর্তি থেকে চিনার পার্ক হয়ে জোড়ামন্দির।
51. জেএন হাসপাতালের হাসপাতালের মেইন গেট থেকে কল্যাণী মেইন স্টেশন।
52. নর্থল্যান্ড বড় গেটের গেটের সামনে, ইছাপুর
53. গান্ধি মোড়, কাঁচড়াপাড়া।
54. নিউ ব্যারাকপুর মিনি বাস স্ট্যান্ড
55. চৌরঙ্গী মোড়, রানাঘাট
56. সোনারপুর স্টেশন মোড়
57. জামরুলতলা, সেন্ট্রাল সিঁথি
58. নিউটাউন অ্যাকশন এরিয়া ১
59. নেতাজি মোড়, মালদা
60. 8নং মোড়, অশোকনগর কল্যাণগড়।
61. বাঁকুড়া কলেজ মোড় থেকে মাচানতলা মোড়
62. বিবেকানন্দ রোড ক্রসিং
63. চন্দননগর স্ট্র্যান্ড, জোড়া ঘাট
64. বটতলা, শ্রীরামপুর
65. ধর্মতলা মেট্রো চ্যানেল
66. এয়ারপোর্ট 1 নম্বর ট্যাক্সিস্ট্যান্ড
67. বজবজ চৌরাস্তা
68. পোস্ট অফিস মোড়, কৃষ্ণনগর
69. হাজরা মোড়
70. ঢাকুরিয়া বাসস্ট্যান্ড
71. রাসবিহারী
72. সিঁথি রায়পাড়া ময়দান

ABOUT THE AUTHOR

...view details