পশ্চিমবঙ্গ

west bengal

জন্মদিনে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে সামিল খাবারের ব্যবসায়ী, উপহারে চাইলেন 'জাস্টিস' - RG Kar Doctor Rape And Murder

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2024, 9:57 PM IST

RG Kar Rape And Murder Case: আরজি কর কাণ্ডে কলকাতায় এক মাস ধরে চিকিৎসকদের আন্দোলন চলছে ৷ আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে উই ডিমান্ড জাস্টিস লেখা পোস্টার নিয়ে নিজের জন্মদিন পালন করলেন এক খাবারের ব্যবসায়ী ৷

RG Kar Rape And Murder
জন্মদিনে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে সামিল খাবারের ব্যবসায়ী (ইটিভি ভারত)

কলকাতা, 12 সেপ্টেম্বর: আরজি কর কাণ্ডে এই রাজ্যের সঙ্গে সারা দেশ উত্তাল। কলকাতায় এক মাস ধরে লাগাতার চলছে চিকিৎসকদের আন্দোলন। সেই আন্দোলনে সামিল হয়ে চিকিৎসকদের সুরে সুর মিলিয়ে জাস্টিস চেয়ে নিজের জন্মদিন পালন করলেন এক খাবারের ব্যবসায়ী । উই ডিমান্ড জাস্টিস লেখা পোস্টার নিয়ে সারাদিন কাটালেন চিকিৎসকদের পাশে। জাস্টিস মিললে সেটাই হবে তার জন্মদিনের গিফট এমনটাই মতো ওই ব্যবসায়ীর।

জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে সামিল খাবারের ব্যবসায়ী (ইটিভি ভারত)

কলকাতার গড়িয়ার বাসিন্দা মিলন বোস । সেখানে তার একটা খাবারের দোকান আছে । একা দোকান সামলানো সম্ভব নয় । ফলে দোকানে আছে কয়েকজন কর্মচারী । খাবারের দোকান চালালেও তিনি মনে-প্রাণে চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করেছেন । তাই তিনিও আরজি কাণ্ডে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সুবিচার চেয়েছেন । কিন্তু, সরাসরি আন্দোলনে সামিল হতে পারেননি । আন্দোলনে সামিল হতে না পারায় তার মন কিছুটা হলেও ভারাক্রান্ত ছিল । মন খারাপের কথা তিনি বলেন তার দোকানের কর্মচারীদের। তাদের পরামর্শে আজ নিজের 39তম জন্মদিনে দোকান ছেড়ে সটান চলে আসেন চিকিৎসকদের আন্দোলনে । উই ডিমান্ড জাস্টিস লেখা পোস্টার নিয়ে সারাদিন কাটালেন চিকিৎসকদের সঙ্গে। দাবি করলেন, জাস্টিস পেলে সেটাই হবে জন্মদিনের সেরা উপহার ।

ইটিভি ভারতকে মিলন বোস বলেন, "গড়িয়াতে আমার খাবারের দোকান আছে। আজ আমার জন্মদিন ডাক্তারবাবুদের সঙ্গে উৎসব পালন করতে এসেছি। এ তো দেখছি অন্য রকমের উৎসব, জাস্টিস চাওয়ার উৎসব। তাই আমার জন্মদিনে ডাক্তারবাবুদের পাশে থাকতে এসেছি। জীবনে এই প্রথমবার আমার এই ধরনের জন্মদিন পালন হল । আজ আমার জন্মদিন হলেও দোকান খোলা আছে । দোকানে কর্মচারীরা দোকান চালাচ্ছে । আমার জন্মদিন বলে তারাই আমাকে এখানে পাঠিয়েছে । জাস্টিস পেলে আমার গিফটা পেয়ে যাব ।"

ABOUT THE AUTHOR

...view details