পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র খুলবে সাড়ে 8টায়, কী কী নিয়ে যাওয়া নিষেধ, রইল একনজরে

Madhyamik Exam 2024: স্কুল-পড়ুয়াদের প্রথম বড় পরীক্ষাটি আজ ৷ সকাল 9.45 মিনিট থেকে পরীক্ষা শুরু হবে এবং শেষ বেলা 1টায় ৷ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস আটকাতে কড়া পদক্ষেপ করেছে মধ্যশিক্ষা পর্ষদ ৷

ETV Bharat
মাধ্যমিক পরীক্ষা 2024

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 7:03 AM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি: আজ জীবনের প্রথম বড় পরীক্ষাটি দেবে স্কুল-পড়ুয়ারা ৷ 2023-24 শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সকাল 9.45 মিনিট থেকে। শেষ হবে বেলা 1টায় ৷ 2 ফেব্রুয়ারি থেকে আরম্ভ এই পরীক্ষা চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত ৷

এই বছর পরীক্ষায় অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সময় ৷ সকাল 8:30 মিনিট থেকে পরীক্ষাকেন্দ্রের গেট খুলে দেওয়া হবে ৷ সকাল 9.45 মিনিটে পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পাবে ৷ সকাল 10টা থেকে শুরু হবে পরীক্ষা ৷ এই পরীক্ষা শেষ হবে দুপুর একটায় ৷ পরীক্ষা চলাকালীন সকাল 8টার মধ্যে স্কুলের সব শিক্ষককে স্কুলে প্রবেশ করতে হবে ৷

মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস রুখতে বেশ কিছু কড়া পদক্ষেপ করেছে মধ্যশিক্ষা পর্ষদ ৷ এই বছর প্রথম প্রশ্নপত্রের প্রত্যেকটি পাতায় ক্রমিক নম্বরের কোড থাকবে ৷ কোনও পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুললে সেই ছবি দেখেই বোঝা যাবে ছবিটি কে তুলেছে ৷ পরে সেই পরীক্ষার্থীর পরীক্ষা পুরোপুরি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ পরীক্ষা কেন্দ্রের ভিতরে কোনও পরীক্ষার্থীর জলের বোতল, বই, নোটবুক, খাতা, মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি, পেনড্রাইভ সহ ইলেকট্রনিক কোনও দ্রব্য নিয়ে প্রবেশ করতে পারবে না ৷ পরীক্ষা চলাকালীন বাইরের কেউ পরীক্ষাকেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারবে না ৷

এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 9 লক্ষ 23 হাজার 13 ৷ এদের মধ্যে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা 5 লক্ষ 17 হাজার 19 এবং পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা 4 লক্ষ 5 হাজার 994 ৷ পরীক্ষাকেন্দ্রের সংখ্যা 2 হাজার 675 ৷ ইতিমধ্যেই পর্ষদের তরফ থেকে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে ৷ চালু করা হয়েছে পর্ষদের কন্ট্রোল রুম ৷

কলকাতার পাশাপাশি জেলা ভিত্তিক হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে ৷ কলকাতার কন্ট্রোল রুমের নম্বর 033-2359-2277, 2321-3844 ৷ বর্ধমান, উত্তরবঙ্গ এবং মেদিনীপুরের কন্ট্রোল নম্বর- 9147135747, 9147135748, 9147135478 ৷

মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । তিনি লেখেন, "জীবনে প্রথম বড় পরীক্ষায় বসতে চলা সমস্ত ছাত্রছাত্রীদের শুভকামনা জানাই ৷ মাথা ঠান্ডা রেখে, শান্ত মনে, নিজের সাধ্য অনুযায়ী পরীক্ষা দিন ৷ পরীক্ষা খুব ভালো হোক সকলের ৷"

আরও পড়ুন:

  1. মাধ্যমিক পরীক্ষায় সিসিটিভি! নজিরবিহীন নজরদারি মধ্যশিক্ষা পর্ষদের
  2. মাধ্যমিক পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড দেয়নি স্কুল, 50 হাজার টাকা জরিমানা হাইকোর্টের
  3. পরীক্ষার আগে জীবন ! পাকা সেতুর দাবিতে মাধ্যমিক পরীক্ষা বয়কট পড়ুয়াদের

ABOUT THE AUTHOR

...view details