কলকাতা, 2 ফেব্রুয়ারি: আজ জীবনের প্রথম বড় পরীক্ষাটি দেবে স্কুল-পড়ুয়ারা ৷ 2023-24 শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সকাল 9.45 মিনিট থেকে। শেষ হবে বেলা 1টায় ৷ 2 ফেব্রুয়ারি থেকে আরম্ভ এই পরীক্ষা চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত ৷
এই বছর পরীক্ষায় অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সময় ৷ সকাল 8:30 মিনিট থেকে পরীক্ষাকেন্দ্রের গেট খুলে দেওয়া হবে ৷ সকাল 9.45 মিনিটে পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পাবে ৷ সকাল 10টা থেকে শুরু হবে পরীক্ষা ৷ এই পরীক্ষা শেষ হবে দুপুর একটায় ৷ পরীক্ষা চলাকালীন সকাল 8টার মধ্যে স্কুলের সব শিক্ষককে স্কুলে প্রবেশ করতে হবে ৷
মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস রুখতে বেশ কিছু কড়া পদক্ষেপ করেছে মধ্যশিক্ষা পর্ষদ ৷ এই বছর প্রথম প্রশ্নপত্রের প্রত্যেকটি পাতায় ক্রমিক নম্বরের কোড থাকবে ৷ কোনও পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুললে সেই ছবি দেখেই বোঝা যাবে ছবিটি কে তুলেছে ৷ পরে সেই পরীক্ষার্থীর পরীক্ষা পুরোপুরি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ পরীক্ষা কেন্দ্রের ভিতরে কোনও পরীক্ষার্থীর জলের বোতল, বই, নোটবুক, খাতা, মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি, পেনড্রাইভ সহ ইলেকট্রনিক কোনও দ্রব্য নিয়ে প্রবেশ করতে পারবে না ৷ পরীক্ষা চলাকালীন বাইরের কেউ পরীক্ষাকেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারবে না ৷