পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গার্ডেনরিচে নওশাদ, 'দুর্ঘটনার দায়ভার কেএমসি-প্রশাসনের', আক্রমণ আইএসএফ বিধায়কের - Garden Reach Building Collapse

Garden Reach Building Collapse: গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনার 33 ঘণ্টা অতিক্রান্ত ৷ এখনও চলছে উদ্ধার কাজ ৷ ধ্বংসস্তূপে নীচে আটকে রয়েছেন 2 জন ৷ ঘটনাস্থলে পৌঁছলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷

ETV Bharat
গার্ডেনরিচে বহুতল ভেঙে দুর্ঘটনা

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 8:52 AM IST

Updated : Mar 19, 2024, 3:52 PM IST

গার্ডেনরিচে নওশাদ

কলকাতা, 19 মার্চ: ঝুপড়ির উপর ভেঙে পড়েছিল নির্মীয়মাণ পাঁচতলা বহুতল ৷ রবিবার মধ্যরাতে গার্ডেনরিচ এলাকায় এই দুর্ঘটনায় চাপা পড়েছিল বহু ৷ এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ রবিবার থেকে মঙ্গলবার সকালে দুর্ঘটনার 33 ঘণ্টা অতিক্রান্ত হতে চলল ৷ এখনও উদ্ধারকার্য চলছে ৷ ধ্বংসস্তূপের নীচে এখনও আটকে আছে দু'জন ৷ কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বিভাগ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগ, দমকল ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ৷ এদিকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিজের চোখে খতিয়ে দেখলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ তিনি বলেন, "এই ঘটনার দায়ভার কলকাতা পৌরনিগম ও প্রশাসনকে নিতে হবে ৷"

ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা দু'জনের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় ক্ষীণ বলেই জানাচ্ছে উদ্ধারকারীদের একাংশ ৷ পরিস্থিতি এমন যে ধ্বংসস্তূপ কেটে তা আশপাশে ফেলার জায়গা পর্যন্ত নেই ৷ পুলিশ সূত্রে খবর, এলাকাটি সরু গলি হওয়ায় সেখানে জেসিবি অথবা হাইড্রোলিক ক্রেন ঢোকানোর কোনও জায়গা নেই ৷ জেসিবি মেশিন প্রবেশ করানো গেলে উদ্ধার কাজের সময় অনেকটাই কমত ৷

আবার যে সব কংক্রিটের চাঙড় কাটা হচ্ছে, সেগুলি বাইরে বের করা বা আশপাশে রাখারও জায়গা নেই ৷ ফলে ঘটনাস্থলে এদিক-ওদিক ফেলতে হচ্ছে ৷ সেগুলো ফের সরিয়ে তার নীচে ঢুকতে হচ্ছে ৷ এতে উদ্ধারকারীদেরও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে ৷

ইতিমধ্যে গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় অভিযুক্ত প্রোমোটার মহম্মদ ওয়াসিমকে গ্রেফতার করেছে পুলিশ । সংশ্লিষ্ট আবাসন তৈরি ও তার রক্ষণাবেক্ষণ করতেন ওই প্রোমোটার ৷ গার্ডেনরিচের দুর্ঘটনার খবর জানতে পেরে সোমবারই ঘটনাস্থল পরিদর্শনে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ স্থানীয় পুলিশ প্রশাসন, দমকল মন্ত্রী এবং মেয়র ফিরহাদ হাকিমকে সঙ্গে করে ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি ৷ এলাকা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী এসএসকেএম-এ চলে যান ৷ সেখানে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেন ৷ এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এই ঘটনার তীব্র নিন্দা করছি ৷"

আরও পড়ুন:

  1. গার্ডেনরিচে চলছে উদ্ধারকার্য, মৃতের সংখ্যা বেড়ে 9
  2. আহতদের দেখতে হাসপাতালে মমতা, দোষীদের শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
  3. গার্ডেনরিচের দুর্ঘটনাস্থলে যেতে পুলিশি বাধা সায়রা হালিম-সহ বাম নেতৃত্বকে
Last Updated : Mar 19, 2024, 3:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details