পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গণেশ ও বিশ্বকর্মা পুজোর বিসর্জনের জন্য চক্ররেলের সময়সূচিতে পরিবর্তন - Circular Trains - CIRCULAR TRAINS

Circular Train Services: পূর্ব রেলের পক্ষ থেকে গণেশ চতুর্থী বিসর্জনের জন্য 8 সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বর এবং বিশ্বকর্মা পুজোর জন্য আবার 18 ও 19 সেপ্টেম্বর চক্ররেলের পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে । পরিবর্তিত হয়েছে চক্ররেলের সময়সূচি ৷

Circular Train
বিসর্জনের জন্য চক্ররেলের পরিষেবা নিয়ন্ত্রণ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2024, 4:40 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর: শুরু হয়ে গিয়েছে পুজোর মরশুম ৷ আজ গণেশ চতুর্থী ৷ এরপর রয়েছে বিশ্বকর্মা পুজো ৷ এই দুটি পুজোর বিসর্জন উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে নিয়ন্ত্রণ করা হবে চক্ররেলের পরিষেবা ৷ গণেশ পুজোর জন্য 8 সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বর এবং বিশ্বকর্মা পুজোর বিসর্জনের জন্য 18 থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত চক্ররেলের পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে পূর্ব রেল । রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চক্ররেলের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে ।

চক্ররেলের সময়সূচি:

  • চক্ররেলের ছ'টি লোকাল 30322, 30344, 30324, 30346, 30312 ও 30314 কলকাতা স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে ।
  • চক্ররেলের ছ'টি লোকাল 30145, 30351, 30333, 30331, 30311 ও 30313 কলকাতা স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ।
  • চক্ররেলের চারটি লোকাল 30116, 30128, 30122 ও 30154 যাত্রাপদ পরিবর্তন করে শিয়ালদা নর্থ স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে ।
  • চক্ররেলের চারটি লোকাল 30113, 30121, 30123 ও 30111 শিয়ালদা নর্থ স্টেশন থেকে পুনরায় সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ।
  • চক্ররেলের দুটি লোকাল 30511, 30711, 30712 ও 30552 সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে বালিগঞ্জ স্টেশনে ৷ পুনরায় এই দুটি লোকাল বালিগঞ্জ স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ।
  • চক্ররেলের দুটি লোকাল 30142 ও 30332 যাত্রাপদ পরিবর্তন করে বিধাননগর-বালিগঞ্জ হয়ে মাঝেরহাটে যাত্রা শেষ করবে ৷
  • চক্ররেলের লোকাল 30353 যাত্রাপদ পরিবর্তন করে মাঝেরহাট দিয়ে এবং চক্ররেলের লোকাল 30135 বালিগঞ্জ হয়ে গন্তব্যে পৌঁছবে ।
  • চক্ররেলের দুটি লোকাল 30342 ও 30112 যাত্রাপথ পরিবর্তন করে বালিগঞ্জে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে ।
  • চক্ররেলের 30321 ও 30317 এই দুটি লোকাল বালিগঞ্জ স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে এবং বালিগঞ্জ জংশন ও বিধাননগর হয়ে গন্তব্যে পৌঁছবে ।
  • আরও চারটি লোকাল 30412, 30416, 30411 ও 30451 বাতিল করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details