পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিয়ালদা ডিভিশনে ফের ট্রেন বাতিল, জেনে নিন বিস্তারিত - RAIL TRACK MAINTENANCE

আগামিকাল রেলট্র্যাক মেরামতের জন্য বেশ কিছু ট্রেন বাতিল, কিছু ট্রেনের সময় বদল ও কিছু ট্রেন ঘুরপথে চালাবে পূর্ব রেল ৷

RAIL TRACK MAINTENANCE
শিয়ালদা ডিভিশনে ফের ট্রেন বাতিল (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2024, 3:00 PM IST

কলকাতা, 23 নভেম্বর: ফের ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ ৷ শিয়ালদা ডিভিশনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে ৷ মূলত, রেলট্র্যাক মেরামতের জন্য বেশ কিছু ট্রেন বাতিল করা হবে এবং কিছু ট্রেনের সময়ের পরিবর্তন করা হবে ৷ পাশাপাশি কিছু ট্রেন ঘুরপথে চালানো হবে ৷

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামিকাল, রবিবার শিয়ালদহ ডিভিশনে নৈহাটি ও গরিফার মধ্যে ট্র্যাক মেরামত ও রেললাইনে কাজ হবে ৷ সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আগামিকাল বা রবিবার নৈহাটি থেকে তিনটি (37521, 37523 ও 37525) এবং ব্যান্ডেল থেকে (37522, 37524 ও 37526) তিনটি ইএমইউ লোকাল বাতিল করা হয়েছে ৷

বেশকিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে ৷ সেই ট্রেনগুলি হল - 13106 বালিয়া-শিয়ালদা এক্সপ্রেস, 13160 যোগবাণী-কলকাতা এক্সপ্রেস, 15050 গোরক্ষপুর-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস, 13154 মালদা টাউন-শিয়ালদা গৌর এক্সপ্রেস ও 13186 জয়নগর শিয়ালদা গঙ্গাসাগর এক্সপ্রেস ৷

বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে ৷ সেগুলি হল - 13142 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা তিস্তা তোর্সা এক্সপ্রেস, 13164 সহর্স-শিয়ালদা হাটে বাজারে এক্সপ্রেস, 13146 রাধিকপুর-কলকাতা এক্সপ্রেস ও 13190 বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস ৷

রবিবার, ছুটির দিন, যাত্রী সংখ্যা বেশ কম থাকে ৷ তার পরও রেলের এই কাজের জন্য যাত্রীদের কিছুটা হলেও ভোগান্তির মুখে পড়তে হবে ৷ কারণ, ছুটির দিন হওয়ায় ট্রেন বাতিলও থাকে অনেক ৷ তবে এক্ষেত্রে কতক্ষণ কাজ চলবে, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি ৷ ফলে এই ভোগান্তির রেশ সোমবারও চলবে কি না, তা নিয়ে আশঙ্কায় রয়েছেন যাত্রীদের একাংশ ৷

ABOUT THE AUTHOR

...view details