পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুজোয় শিয়ালদা ডিভিশনে রেকর্ড এক কোটি যাত্রী, মেট্রোতেও 50 লক্ষ পার

পুজোয় রাতে ট্রেন বাড়ানোয় লাভবান পূর্বরেল ৷ গতবারের তুলনায় শিয়ালদা ডিভিশনে রেকর্ড সংখ্যক যাত্রী সফর করেছেন ৷ 1.77 শতাংশ বেশি মানুষ মেট্রো ব্যবহার করেছে ৷

RECORD RAIL SERVICE IN DURGA PUJA
পুজোয় শিয়ালদা ডিভিশনে ও মেট্রোয় রেকর্ড করল যাত্রী সংখ্যা ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2024, 8:23 PM IST

কলকাতা, 14 অক্টোবর: পুজোর দিনগুলিতে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে এক কোটি ছাড়াল যাত্রী সংখ্যা ৷ আজ শিয়ালদা ডিভিশনের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ পুজোর দিনগুলিতে প্রতিদিন 20 লক্ষেরও বেশি মানুষ যাতায়াত করেছেন শিয়ালদা ডিভিশনে ৷ পাশাপাশি, পুজোর চার-পাঁচদিনে কলকাতা মেট্রোতেও রেকর্ড সংখ্যক যাত্রী সফর করেছেন ৷ 50 লক্ষের বেশি যাত্রী এই ক’দিনে কলকাতা মেট্রো ব্যবহার করেছেন বলে জানানো হয়েছে ৷

পুজোর চারদিন শিয়ালদা ডিভিশনে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছিল ৷ অনেক রাত পর্যন্ত ট্রেন চালানো হয়েছিল ৷ ফলে মফঃস্বল ও গ্রাম থেকে বহু মানুষ অনেক রাতে ঠাকুর দেখতে কলকাতা ও তার আশেপাশের অঞ্চলগুলিতে গিয়েছে ৷ এছাড়াও সম্প্রতি শিয়ালদা উত্তর শাখায় সব ট্রেন 9 থেকে 12 বগি করা হয়েছে ৷ ফলে স্বাভাবিকভাবেই প্রতিদিনের যাত্রী সংখ্যাও বেড়েছে পাল্লা দিয়ে ৷ এছাড়াও যাত্রীদের সুবিধা এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করেছিল পূর্ব রেল ৷

পূর্ব রেলের দেওয়া তথ্য অনুযায়ী, শিয়ালদা ডিভিশনে 8 অক্টোবর অর্থাৎ পঞ্চমী থেকে 12 অক্টোবর দশমী পর্যন্ত যাত্রী সংখ্যা হয়েছে 1 কোটির কিছু বেশি ৷ অন্যদিকে, গতবছর পুজোর সময় যাত্রী সংখ্যা ছুঁয়েছিল 95.36 লক্ষ ৷ দেখা যাচ্ছে এই বছর যাত্রী সংখ্যা বেড়েছে 5.16 শতাংশ ৷ উল্লেখ্য, সাধারণ কর্মব্যস্ত দিনে শিয়ালদা ভিডিশনে যাত্রী সংখ্যা 12-15 লক্ষ থাকে ৷ মনে করা হয়েছিল পুজোর দিনগুলিতে তা বেড়ে 17 লক্ষের আশেপাশে হবে ৷ কিন্তু, সেই সম্ভাব্য পরিসংখ্যানও এবার ছাড়িয়ে গিয়েছে ৷

আর কলকাতা শহরের বড় পুজোগুলির অধিকাংশই মেট্রো রুটের মধ্যে রয়েছে ৷ তার মধ্যে প্রতিবারের মতো দুপুর থেকে ভোর পর্যন্ত মেট্রো পরিষেবা দেওয়া হয়েছে ৷ তার ফলে মেট্রোতে যাত্রীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো ৷ এবারেও অল্প সময়ে, যানজট এড়িয়ে শহরের এক প্রান্ত থেকে আরের প্রান্তের পুজো দেখতে সবসময়ই মেট্রো দর্শনার্থীদের অন্যতম ভরসা ছিল ৷

কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে দেওয়া তথ্য বলছে, চতুর্থী থেকে বিজয়া দশমী পর্যন্ত মেট্রোয় যাত্রীদের সংখ্যা 50 লক্ষেরও বেশি ছিল ৷ ব্লু লাইনে যাত্রী সংখ্যা ছিল 44.19 লক্ষ ৷ গ্রিন লাইন-ওয়ানে ছিল 2.53 লক্ষ এবং গ্রিন লাইন-টু’তে যাত্রী সংখ্যা ছিল প্রায় 4 লক্ষ ৷ অর্থাৎ, পরিসংখ্যান বলছে গতবারের তুলনায় এবার যাত্রী বেড়েছে প্রায় 1.77 শতাংশ ৷

ব্লু লাইনে পুজোর দিনগুলির মধ্যে সবচেয়ে বেশি ভিড় হয়েছিল দমদম স্টেশনে ৷ সেখানে যাত্রী সংখ্যা ছিল 4.43 লক্ষ ৷ এরপর সবচেয়ে ভিড় হয়েছিল কালীঘাট স্টেশনে ৷ এখানে যাত্রী সংখ্যা ছিল 3.61 লক্ষ ৷ যাত্রী সংখ্যায় তৃতীয়স্থানে রয়েছে শোভাবাজার সুতানুটি ৷ সেখানে ভিড় ছিল 3.11 লক্ষ ৷ গ্রিন লাইন-ওয়ানের শিয়ালদা মেট্রো স্টেশনে ভিড় হয়েছিল এক লক্ষের আশেপাশে ৷ সল্টলেক সেক্টর ফাইভে যাত্রী সংখ্যা ছিল 47,894 জন ৷ ফুলবাগান স্টেশনে 26,285 লক্ষ ৷

অন্যদিকে গ্রিন লাইন-টু’তে সবচেয়ে বেশি ভিড় হয়েছিল হাওড়াতে ৷ যাত্রী সংখ্যা হাওড়ায় ছিল 1.98 লক্ষ ৷ এরপর হাওড়া ময়দান স্টেশনে যাত্রীসংখ্যা 1.23 লক্ষ ছুঁয়েছে ৷ এবং মহাকরণ স্টেশন থেকে যাত্রীদের সংখ্যা ছিল 33,653 জন ৷

ABOUT THE AUTHOR

...view details