কলকাতা, 4 নভেম্বর:এবার থেকে রেশনে খাদ্যদ্রব্য নেওয়ার সময় উপভোক্তারা ভর্তুকির বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন ৷ উপভোক্তাদের যে পরিমাণ খাদ্যশস্য দেওয়া হবে, তার পাশাপাশি সেই খাদ্যশস্যের পিছনে কেন্দ্র এবং রাজ্যের খরচের শেয়ার কতটা, তারও উল্লেখ থাকবে । কেন্দ্রীয় নির্দেশিকা আসার পরই এ বিষয়ে নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের খাদ্য দফতরের তরফে ৷
সাধারণত খাদ্যশস্য রেশন থেকে উপভোক্তাদের দেওয়ার পর এই খাদ্যশস্যের পরিমাণ ই-পস মেশিনের স্লিপের মাধ্যমে উপভোক্তাকে জানিয়ে দেওয়া হয় । এবার সেই স্লিপেই দেওয়া থাকবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার লোগো । কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই লোগো ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে ।
একইসঙ্গে, এই স্লিপে উল্লেখ রাখতে বলা হয়েছে যে, এক কেজি চালের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের খরচ হয় 37 টাকা 46 পয়সা এবং প্রতি কেজি আটার জন্য কেন্দ্রের খরচ হয় 27 টাকা 9 পয়সা । রাজ্য সরকারকে এই হিসেব উপভোক্তাদের স্লিপে রাখতে বাধ্যতামূলক করতে বলা হয়েছে । কেন্দ্রীয় সরকার এমনও দাবি করেছে যে, অন্য রাজ্যগুলি ইতিমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করেছে । তাই পশ্চিমবঙ্গকেও এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে ।
এই মুহূর্তে রেশন দোকান থেকে যে সমস্ত সামগ্রী দেওয়া হয়, তার জন্য কোনও অর্থমূল্য নেওয়া হয় না । ইতিমধ্যেই রাজ্যে ফ্রি রেশন চালু রয়েছে । কেন্দ্রীয় সরকারও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে গরিব মানুষকে ফ্রিতে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে । তাই ই-পস মেশিন থেকে বের হওয়া বিলে কোনও অর্থের উল্লেখ থাকে না । তার বদলে সেখানে থাকে কোন খাদ্যশস্য কী পরিমাণে দেওয়া হচ্ছে সেই তথ্য । কিন্তু এখন প্রতি কেজিতে ফ্রি রেশন দেওয়ার জন্য তাদের কত খরচ করতে হচ্ছে, তা লিখিতভাবে উল্লেখ করার কথা বলেছে কেন্দ্রীয় সরকার ৷ তাই লোগো সহকারে চলতি মাস থেকেই তা সরাসরি গ্রাহকদের হাতে দিয়ে দেওয়া হবে ।