পুরুলিয়া, 5 সেপ্টেম্বর: শিক্ষক দিবসের দিনেই যৌন নিগ্রহের অভিযোগে কাঠগড়ায় কলেজ অধ্যাপক ৷ পুরুলিয়া শহরের নিস্তারিনী মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপক সে। যার জেরে বৃহস্পতিবার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুরুলিয়ায় ৷ আজ নির্যাতিতা কলেজ ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে ওই অধ্যাপককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম বিকাশ দত্ত।
জানা গিয়েছে, তিনি কলেজে ভূগোল পড়াত ৷ পুরুলিয়ায় একটি ভাড়া বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তিনি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। ভূগোল মেজরের প্রথম সেমেস্টারের ওই ছাত্রী ধৃত অধ্যাপকের কাছে টিউশন পড়তেন। অতিরিক্ত সময়ে ওই ছাত্রীকে পড়ানোর অছিলায় অভিযুক্ত অধ্যাপক তাঁকে ভাড়া বাড়িতে ডেকে শারীরিকভাবে হেনস্তা করে ৷ ওই ছাত্রী লিখিত অভিযোগে দায়ের করতেই পুলিশ তড়িঘড়ি পদক্ষেপ করে । নির্যাতিতার গোপন জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষা করানো হবে বলে জানিয়েছে পুলিশ ৷