পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তরবঙ্গ মেডিক্যালে 'থ্রেট কালচার' ! অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান হেড ক্লার্কের - Threat Culture in Medical College - THREAT CULTURE IN MEDICAL COLLEGE

Threat Culture in Medical College: কর্মচারীদের উপর থ্রেট কালচার ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ৷ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভে হাসপাতালেরই হেড ক্লার্ক উৎপল সরকার ৷

Threat Culture in Medical College
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভে হেড ক্লার্ক (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2024, 3:31 PM IST

দার্জিলিং, 9 সেপ্টেম্বর:আরজি কর-কাণ্ডের রেশ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে থ্রেট কালচার, আর্থিক দুর্নীতি ও অসহযোগিতার অভিযোগে সরব হলেন হাসপাতালেরই কর্মচারী । অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভে বসলেন হাসপাতালের হেড ক্লার্ক উৎপল সরকার ।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগ (ইটিভি ভারত)

তিনি বলেন, "উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে থ্রেট কালচার চলছে ৷ অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার নেতৃত্বে 3 থেকে 4 জন আমাদের মতো কর্মীদের উপর টানা হুমকি দিয়ে চলছে । অধ্যক্ষকে জানালেও কাজ হয়নি । এই অধ্যক্ষের পদত্যাগ চাই । যতদিন না এর সুরাহা হচ্ছে আমি আন্দোলন করে যাব ৷"

এর আগে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ছাত্র ও চিকিৎসকদের উপর থ্রেট কালচারের অভিযোগ উঠেছিল ৷ এরপর কর্মীদের উপর হুমকির অভিযোগ উঠল । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে । স্বয়ং অধ্যক্ষের বিরুদ্ধে এই অভিযোগ করলেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী উৎপল সরকার ৷ এ দিন অধ্যক্ষের অফিসের সামনেই অবস্থান বিক্ষোভে বসেন তিনি ।

তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের 3 থেকে 4 জন কর্মী অধ্যক্ষের অঙ্গুলিহেলনে বিভিন্নভাবে কর্মচারীদের থ্রেট এবং তাঁদের উপর জুলুমবাজি করে আসছেন । সমস্ত ঘটনা নিয়ে বহুবার অধ্যক্ষকে লিখিতভাবে জানালেও তার কোনও সুবিচার পাওয়া যায়নি । তিনি এই ব্যাপারে একেবারে উদাসীন ।

তাঁর আরও অভিযোগ, অধ্যক্ষ এই সিন্ডিকেট রাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন । কাজেই তাঁরও অবিলম্বে পদত্যাগ চাই এবং সমস্তটাই নিরপেক্ষ তদন্তর দাবি জানাচ্ছেন হাসপাতালের কর্মী উৎপল সরকার । পাশাপাশি তিনি জানান, অবিলম্বে এই কর্মচারীদের উপর থ্রেট কালচার থেকে শুরু করে জুলুমবাজি করে বলপূর্বক চাঁদা আদায় বন্ধ করতে হবে ৷ আর তা না-হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তিনি । আগামীতে রাতদিন অবস্থান বিক্ষোভে বসবেন বলেও হুমকি দিয়েছেন উৎপল সরকার ।

ABOUT THE AUTHOR

...view details