পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মোটা টাকায় চাকরি বিক্রির অভিযোগ, তৃণমূল নেতাদের বিরুদ্ধে আন্দোলনে দলের একাংশ

Protest Against TMC in Durgapur: মোটা টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগে তৃণমূল নেতাদের বিরুদ্ধে আন্দোলনে নামল দলের একাংশ ৷ অভিযোগ স্থানীয় বেকার যুবকদের বঞ্চিত করে বহিরাগতদের টাকার বিনিময়ে চাকরি বিক্রি করছে নেতাদের একাংশ ৷ যার প্রতিবাদে তৃণমূলের পতাকা হাতেই প্রতিবাদে নামল স্থানীয় বেকার যুবকরা ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 7:21 PM IST

দুর্গাপুরে মোটা টাকায় চাকরি বিক্রির অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন

দুর্গাপুর, 8 মার্চ: মোটা টাকার বিনিময়ে বহিরাগতদের কাজ দিচ্ছে তৃণমূলের একদল নেতা ৷ এই অভিযোগে স্থানীয় তৃণমূল কংগ্রেসের একদল বেকার কর্মী আন্দোলনে নামলেন ৷ আজ তৃণমূলেরই পতাকা হাতে দুর্গাপুর নগর নিগমের 28 ও 29 নম্বর ওয়ার্ডে বিক্ষোভ দেখালেন তাঁরা ৷

ওই দুই ওয়ার্ডের কোকওভেন থানার সগড়ভাঙা কলোনিতে বেশ কয়েকটি বেসরকারি কারখানা রয়েছে ৷ গত 12 বছর ধরে সেই কারখানায় স্থানীয়রা কাজ পাচ্ছে না বলে অভিযোগ ৷ বদলে কারখানার দূষণের যন্ত্রণা স্থানীয়দের ভোগ করতে হচ্ছে ৷ নিয়োগের ক্ষেত্রে যোগ্য স্থানীয়দের তালিকা দলীয় নেতৃত্বকে দেওয়া হয়েছে অনেকবার ৷ অভিযোগ তাতে কোনও কাজ হয়নি ৷ বরং প্রতিনিয়ত নেতারা প্রতিশ্রুতি দিয়ে তা ভেঙেছেন ৷ অথচ বাঁকুড়া, বীরভূম-সহ বিভিন্ন জেলা থেকে লোক এসে কাজ করছে কারখানাগুলিতে ৷ আর স্থানীয়রা যোগ্য হওয়া সত্ত্বেও বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ ৷ তারই প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখাল দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে থাকা বেকার যুবকরা ৷

তৃণমূল কর্মীদের একাংশ নেতৃত্বের বিরুদ্ধে কর্মী নিয়োগে কাটমানি খাওয়ার অভিযোগ এনে সরব হয়েছে ৷ রাস্তায় ঝান্ডা নিয়ে প্রতিবাদে সামিল হওয়ায় লোকসভা ভোটের আগে বেশ বিড়ম্বনায় পড়েছে ঘাসফুল শিবির ৷ আন্দোলনকারী তৃণমূল কর্মী রঞ্জিত মালির অভিযোগ, "বহিরাগতদের কারখানায় কাজ দেওয়া হচ্ছে ৷ আর স্থানীয়রা চূড়ান্ত সমস্যার মধ্যে দিনযাপন করছেন ৷ দীর্ঘদিন আগে থেকে নেতারা প্রতিশ্রুতি দিচ্ছে স্থানীয়দের কাজ দেওয়ার ৷ কিন্তু, সেই প্রতিশ্রুতি পূরণ হচ্ছে না ৷ অথচ পার্শ্ববর্তী জেলার ছেলেরা দিব্যি কারখানার ভিতর ঢুকছে ৷ স্থানীয়দের কাজ দেওয়া না হলে, কারখানার ভিতর কোনও নেতাদের ঢুকতে দেব না ৷"

দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, "এই একই অভিযোগ এসেছিল দুর্গাপুর ইস্পাত কারখানাতেও ৷ সেখানে এখন সমস্যার সমাধান হয়েছে ৷ দুর্গাপুরের স্থানীয় যুবকদের সেখানে কাজ দেওয়া হচ্ছে ৷ অন্যান্য কারখানাগুলিতেও একই নিয়মে স্থানীয়দেরকে কাজ দেওয়া হবে । সব একদিনে হয় না, একটু সময় দিন ৷"

দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, "কাটমানি নিয়ে কাজ দেওয়া হচ্ছে ৷ স্থানীয়দের কাজ দেওয়া হচ্ছে না ৷ আর সেই কাটমানি নিচ্ছে তৃণমূলের নেতারাই ৷ সেই জন্যই আন্দোলন করেছে তৃণমূল কর্মীরা ৷ মন্ত্রী প্রদীপ মজুমদার প্রতিশ্রুতি দিচ্ছেন, স্থানীয়দের কাজ দেওয়ার ৷ কিন্তু, আদতে কোনও কাজই পাচ্ছেন না তাঁরা ৷"

পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, "তৃণমূলের নেতারা উপঢৌকোন নিয়ে কাজ দিচ্ছে বহিরাগতদের ৷ আর কারখানার কর্তৃপক্ষের সঙ্গে গোপন আঁতাত তৈরি করছে ৷ কিন্তু, স্থানীয়দের কাজ দেওয়া হচ্ছে না ৷" মোটের উপর লোকসভা নির্বাচনের আগের শ্রমিক নগরী দুর্গাপুরে স্থানীয় বেকার যুবকদের এই আন্দোলনের জেরে বিরোধী শিবিরের পাল্লা ভারী হচ্ছে ৷ দ্রুত সমস্যার সমাধান না হলে, রাজ্যের শাসকদলের ভোট বাক্সে এর প্রভাব পড়বে বলেও মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন:

  1. হোয়াটসঅ্যাপে বেতন বৃদ্ধির নির্দেশিকা বাতিলের প্রতিবাদে বিক্ষোভ, অচলাবস্থা কাটাতে আজ বৈঠক
  2. সুভাষ সরকারের পোস্টারে কালি বিজেপি কর্মী-সমর্থকদের, অস্বস্তিতে দল
  3. চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড

ABOUT THE AUTHOR

...view details