পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি কর-কাণ্ডে লড়াই জারি রাখার ডাক দিলেন অম্বিকেশ - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Doctor Rape and Murder: নিজস্ব অভিজ্ঞতার উদাহরণ সাপেক্ষে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে লড়াই জারি রাখার ডাক দিলেন কার্টুন কাণ্ডে পরিচিত অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র ৷

RG Kar Doctor Rape and Murder
অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2024, 10:33 PM IST

চুঁচুড়া, 26 অগস্ট: মানুষকে পথে নেমেই প্রতিবাদ করতে হবে। এছাড়া উপায় নেই । বিচার ব্যবস্থাও নিরপেক্ষ নয় ! এমনটাই মন্তব্য করলেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। আরজি করের বিচার চেয়ে চুঁচুড়া ঘড়ির মোরে সচেতন নাগরিক মঞ্চের অবস্থান মঞ্চে সোমবার হাজির হয়েছিলেন কার্টুন কাণ্ডে পরিচিত অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। আরজি করের ঘটনায় সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সিবিআই তদন্ত করছে। তাও আন্দোলন থামছে না। আর এই আন্দোলন জারি রাখার ডাক দিলেন অম্বিকেশ। সঙ্গে নিজস্ব অভিজ্ঞতার কথা উদাহরণ দিয়ে লড়াই জারি রাখটা কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানোর চেষ্টাও করলেন।

অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রের বক্তব্য (ইটিভি ভারত)

অম্বিকেশ মহাপাত্র বলেন, "একজন সাধারণ নাগরিক, একজন শিক্ষক হিসাবে বলতে পারি, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সবসময় প্রভাবশালী ও বিত্তশালীদের দ্বারা প্রভাবিত হয়।" তিনি নিজস্ব অভিজ্ঞতার কথা স্মৃতিচারণ করে বলেন, "কলকাতার হেয়ার স্ট্রিট থানায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ হয়েছিল। অভিযোগ হওয়ার পর চার্জশিটে লেখা হচ্ছে অম্বিকেশ মহাপাত্র ফেরার । যেটা সম্পূর্ণ মিথ্যা ছিল। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহাপাত্র নামটা জানতেন। সেই চার্জশিটের উপর ভিত্তি করে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়।" এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, "অতএব বিচার ব্যবস্থা কি নিরপেক্ষ ? আমি বলব, না ৷ প্রভাবিত। এবার কে কেমনভাবে প্রভাব বিস্তার করছে সেটা আলাদা কথা।"

তিনি শাসকদলের নেত্রীকে ইঙ্গিত করে বলেন, "এই রাজ্যে যা চলছে তা মেনে হচ্ছে না। সবটাই মাননীয়ার ইচ্ছায় হচ্ছে। প্রশাসন, সরকার, বিচার ব্যবস্থার উপর ভরসা না থাকলে রাস্তায় নামতে হবে। বিচারক থেকে শুরু করে পুলিশের বড় কর্তারা সব সময় স্থিতাবস্থা বজায় রাখতে চান। যারা চাকরি করেন তাঁরা প্রতিবাদে সামিল হতে ভয় পান। চাকরি চলে যাওয়ার ভয় কাজ করে। স্কুল পড়ুয়ারা যখন রাস্তায় নেমেছে তখনও ফতোয়া জারি হচ্ছে। লালবাজার থেকে সমন যাচ্ছে। এই প্রতিবাদ জারি রাখতে হবে সাধারণ মানুষকেই।"

ABOUT THE AUTHOR

...view details