সন্দেশখালি, 18 মে: ধামাখালির সিবিআই ক্যাম্পে পৌঁছন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। বেরমজুর, সন্দেশখালি এলাকার জমিহারা, নির্যাতিতাদের সমৰ্থনে কথা বললেন সিবিআই আধিকারিকদের সঙ্গে। ইটিভি ভারতে জানালেন, "রাজনীতির রং ছাড়া, যাঁরা আক্রান্ত তাঁদের পাশে থাকার জন্যই এখানে এসেছি।" তাঁদের বিচার না-পাওয়া পর্যন্ত তিনি সেখানেই থাকবেন বলে জানিয়েছেন আইনজীবী। এর পাশাপাশি বিজেপি নেত্রী জানান, যে পার্টির লোক হোক না কেন, যারা দোষী তাদের গলা পর্যন্ত তাঁর হাত পৌঁছবে ৷
- ইটিভি ভারত:সিবিআই ক্যাম্পে এসে কী দেখলেন? কীভাবে সাহায্য করবেন?
প্রিয়াঙ্কা টিব্রেওয়াল: সন্দেশখালির মহিলাদের শান্তিতে থাকতে দেওয়া হচ্ছে না। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের উপর এত অত্যাচার! প্রথমে মুখ খোলেননি তিনি ৷ কিন্তু যখন বললেন তখন সন্দেশখালি মহিলাদের কালিমালিপ্ত করলেন ৷ তিনি বারবার বলেছেন, তাঁরা নাকি বিক্রি হয়ে যাচ্ছে 500 ও 2000 টাকার জন্য। এই দাম মুখ্যমন্ত্রী নিজেই ঠিক করে দিচ্ছেন। কেউ কিছু ওনাকে বললে ওনার রাগ হয়। ওনার মান-সম্মান নষ্ট হয়। এই মহিলাদের মান-সম্মান নেই? আপনি তো 500 ও 2000 টাকায় এদের 'দর' বলে দিয়েছেন। তাঁদের কি কোনও মানসম্মান নেই। তবে মহিলারা নিজের মানসম্মানের জন্য লড়ছেন ৷ আর তাঁদের জন্য আমরা প্রস্তুত আছি।
- ইটিভি ভারত: আপনারা তো আসবেন-যাবেন ? কিন্তু এখানে তো থাকতে হবে । নির্যাতিতা থেকে জমিহারারা পুলিশকেও ভরসা করতে পারছেন না ?
প্রিয়াঙ্কা টিব্রেওয়াল: আমি পশ্চিমবঙ্গের জন্য লড়াই করে যাচ্ছি। আমি তো ভূপতিনগরে থাকতাম না। পটাশপুরেও থাকতাম না। আমি সন্দেশখালিতেও থাকতাম না। আমি মিনাখাঁ, বসিরহাটেও থাকতাম না। কিন্তু, এখানকার মানুষের জন্য লড়লাম। এক জায়গায় বসে কী করে লড়াই করতে হয় তা আমি জানি।
- ইটিভি ভারত: আপনি এঁদের আশ্বস্ত করছেন?