পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যে পার্টিরই লোক হোক না কেন, দোষীদের গলা পর্যন্ত আমার হাত পৌঁছবে: প্রিয়াঙ্কা - Sandeshkhali Incident - SANDESHKHALI INCIDENT

Priyanka Tibrewal at Dhamakhali: শুক্রবার থেকে ধামাখালি ঘাট সংলগ্ন রাষ্ট্রায়ত্ব ব্যাংকের সামনে খোলা হয়েছে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প। গতকাল সকাল থেকে মোতায়েন করা হয়েছে সিআরপিএফ। শনিবার ধামাখালির সিবিআই ক্যাম্পে পৌঁছন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ৷ ইটিভি ভারতের একান্ত সাক্ষাৎকারে বিজেপি নেত্রী জানালেন, যে পার্টির লোক হোক না কেন, যারা দোষী তাদের গলা পর্যন্ত তাঁর হাত পৌঁছবে ৷

Priyanka Tibrewal at Dhamakhali
priyanka tibrewal (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 18, 2024, 9:25 PM IST

একান্ত সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (ইটিভি ভারত)

সন্দেশখালি, 18 মে: ধামাখালির সিবিআই ক্যাম্পে পৌঁছন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। বেরমজুর, সন্দেশখালি এলাকার জমিহারা, নির্যাতিতাদের সমৰ্থনে কথা বললেন সিবিআই আধিকারিকদের সঙ্গে। ইটিভি ভারতে জানালেন, "রাজনীতির রং ছাড়া, যাঁরা আক্রান্ত তাঁদের পাশে থাকার জন্যই এখানে এসেছি।" তাঁদের বিচার না-পাওয়া পর্যন্ত তিনি সেখানেই থাকবেন বলে জানিয়েছেন আইনজীবী। এর পাশাপাশি বিজেপি নেত্রী জানান, যে পার্টির লোক হোক না কেন, যারা দোষী তাদের গলা পর্যন্ত তাঁর হাত পৌঁছবে ৷

  • ইটিভি ভারত:সিবিআই ক্যাম্পে এসে কী দেখলেন? কীভাবে সাহায্য করবেন?

প্রিয়াঙ্কা টিব্রেওয়াল: সন্দেশখালির মহিলাদের শান্তিতে থাকতে দেওয়া হচ্ছে না। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের উপর এত অত্যাচার! প্রথমে মুখ খোলেননি তিনি ৷ কিন্তু যখন বললেন তখন সন্দেশখালি মহিলাদের কালিমালিপ্ত করলেন ৷ তিনি বারবার বলেছেন, তাঁরা নাকি বিক্রি হয়ে যাচ্ছে 500 ও 2000 টাকার জন্য। এই দাম মুখ্যমন্ত্রী নিজেই ঠিক করে দিচ্ছেন। কেউ কিছু ওনাকে বললে ওনার রাগ হয়। ওনার মান-সম্মান নষ্ট হয়। এই মহিলাদের মান-সম্মান নেই? আপনি তো 500 ও 2000 টাকায় এদের 'দর' বলে দিয়েছেন। তাঁদের কি কোনও মানসম্মান নেই। তবে মহিলারা নিজের মানসম্মানের জন্য লড়ছেন ৷ আর তাঁদের জন্য আমরা প্রস্তুত আছি।

  • ইটিভি ভারত: আপনারা তো আসবেন-যাবেন ? কিন্তু এখানে তো থাকতে হবে । নির্যাতিতা থেকে জমিহারারা পুলিশকেও ভরসা করতে পারছেন না ?

প্রিয়াঙ্কা টিব্রেওয়াল: আমি পশ্চিমবঙ্গের জন্য লড়াই করে যাচ্ছি। আমি তো ভূপতিনগরে থাকতাম না। পটাশপুরেও থাকতাম না। আমি সন্দেশখালিতেও থাকতাম না। আমি মিনাখাঁ, বসিরহাটেও থাকতাম না। কিন্তু, এখানকার মানুষের জন্য লড়লাম। এক জায়গায় বসে কী করে লড়াই করতে হয় তা আমি জানি।

  • ইটিভি ভারত: আপনি এঁদের আশ্বস্ত করছেন?

প্রিয়াঙ্কা টিব্রেওয়াল: আশ্বস্ত তো আমি প্রথমদিনই করেছিলাম। যেদিন এখানে প্রথমবার আসি। তখন থেকেই কিন্তু এই লড়াইটা চলে এসেছে। সেই আইনি লড়াইকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছি দেখুন। সিবিআইয়ের তত্ত্বাবধানে পুরো জিনিসটা চলে গিয়েছে। সিবিআই তদন্ত করছে। যারা নিজেকে বিশাল বড় মনে করেছিল, তাঁরা জেলে রয়েছেন। আর যারা এখানে এখনও লাফালাফি করছেন তাঁদেরকে বলছি বেশি লাফালাফি করবেন না। আপনাদের (তৃণমূল) এত বড় নেতারা যখন জেলে, তখন আপানারা কী জিনিস!

  • ইটিভি ভারত: কিন্তু, তৃণমূল নেতারা বলছেন বিজেপির পায়ের তলায় মাটি সরে গিয়েছে বলেই মিথ্যা অভিযোগ করাচ্ছে।

প্রিয়াঙ্কা টিব্রেওয়াল: আমি তো এখানে কোনও রাজনৈতিক কথা বলছি না। বলছি যারা দোষ করেছে তাদের গলা পর্যন্ত আমার হাত পৌঁছবেই। তাদের ছাড়ব না।

আরও পড়ুন:

  1. ধামাখালিতে সিবিআই ক্যাম্পে অভিযোগ স্থানীয়দের, গ্রাউন্ড জিরোয় ইটিভি ভারত
  2. রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে আয়না দেখিয়েছেন, মমতাকে তোপ বিজেপির প্রিয়াঙ্কার
  3. জাঙ্গিপাড়ায় নাবালিকার রহস্য মৃত্যু, এলাকা পরিদর্শেনে বিজেপির প্রতিনিধি দল

ABOUT THE AUTHOR

...view details