পশ্চিমবঙ্গ

west bengal

গৃহীত হল না পদত্যাগ পত্র! নতুন দায়িত্বে আরজি করের সন্দীপ - RG Kar Doctor Rape and Murder

By ETV Bharat Bangla Team

Published : Aug 12, 2024, 6:47 PM IST

Updated : Aug 12, 2024, 7:23 PM IST

Aftermath of RG Kar Incident: আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষের পদত্যাগ পত্র গ্রহণ করা হল না ৷ তাঁকে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হল।

Aftermath of RG Kar Incident
সন্দীপ ঘোষে (নিজস্ব চিত্র)

কলকাতা, 12 অগস্ট: আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগ পত্র গ্রহণ করল না স্বাস্থ্য ভবন। বরং তাঁকে দেওয়া হল ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের দায়িত্ব। সেখান থেকে সরলেন অজয় রায় । তাঁকে কোন জায়গায় স্থানান্তরিত করা হল তা নিয়ে সুনিশ্চিত কিছু জানায়নি স্বাস্থ্য ভবন। অপরদিকে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যক্ষের দায়িত্বে আসলেন সুরিতা পাল ৷

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক পড়ুয়ার খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে প্রথম থেকেই অধ্যক্ষের পদত্যাগের দাবি উঠেছিল । সোশাল মিডিয়া জুড়ে একাধিক পোস্ট ছড়িয়ে পড়েছিল এই অধ্যক্ষের বিরুদ্ধে। সেই সব কথা উল্লেখ করে সোমবার নিজের পদত্যাগের কথা জানিয়েছিলেন, আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। স্বাস্থ্য ভবনে গিয়ে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন। সেই পদত্যাগ পত্র জমা দেওয়ার পরেই স্বাস্থ্য ভবনের শুরু হয় বৈঠক। তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করা হবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছিল।

সেই নির্দেশিকা (স্বাস্থ্য দফতর থেকে প্রাপ্ত)

সেই বৈঠকের পরে বিজ্ঞপ্তি জারি করা হল স্বাস্থ্য ভবনের তরফে। সেখানে জানিয়ে দেওয়া হল পদত্যাগ নয় বরং অন্য হাসপাতালের অধ্যক্ষের দায়িত্ব পাচ্ছেন তিনি। অধ্যাপক সন্দীপ ঘোষ এবার থেকে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হসপিটাল এর অধ্যক্ষ। এর আগে স্বাস্থ্য ভবনের তরফে বদলে দেওয়া হয়েছে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষকেও। তাকেও বদল করে পাঠানো হয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে।

অন্যদিকে, আরজি কর কাণ্ডে আরও কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আগেই জানান, ঘটনায় সিবিআইকে তদন্ত ভার দিতে তাঁর আপত্তি নেই ৷ এবার আরও কয়েক ধাপ এগিয়ে তিনি জানালেন, পুলিশ সাতদিনের মধ্যে কুলকিনারা তা করতে পারলে তদন্তের ভার যাবে সিবিআইয়ের হাতে ৷

Last Updated : Aug 12, 2024, 7:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details