কলকাতা, 7 অগস্ট:কলকাতা ও বিধাননগর এলাকায় অগ্নিমূল্য সবজি ৷ প্রায় সব বাজারেই সবজির দাম আকাশছোঁয়া! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফের বেঙ্গল পুলিশের ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ, টাস্ক ফোর্স অভিযান চালাল সল্টলেকের একাধিক বাজারে ৷
টাস্ক ফোর্স অভিযান চালাল সল্টলেকের একাধিক বাজারে (ইটিভি ভারত) বুধবার সকাল দশটা নাগাদ টাস্ক ফোর্স, বেঙ্গল পুলিশের ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং বিধাননগর উত্তর থানার পুলিশ একত্রে অভিযান চালায় সল্টলেকের এবিএসি এবং বিডি মার্কেটে । সেখানকার বাজারদর দেখে মেজাজ হারান টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে । তিনি দেখেন, একই বাজারের বিভিন্ন দোকানে কাঁচা আনাজ এবং আলুর দাম একেক রকম ৷ কোনও দোকানে জ্যোতি আলু 30 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে, কেউ আবার 35 টাকা কেজিতে বিক্রি করছেন ৷
পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে 26 টাকা দরে সেখানেই খুচরো বাজারে আলু বিক্রি হচ্ছে কোথাও 30, কোথাও 32 কোথাও আবার 35 টাকা দরে। যেখানে সুফল বাংলায় আলু বিক্রি হচ্ছে 28 টাকা কিলো দরে ৷ মাত্র হাত খানেকের দূরত্বেই দামের এতটা ফারাক হচ্ছে কী করে, প্রশ্ন তোলেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে ৷
সল্টলেক বিডি মার্কেটে সবজির পাশাপাশি মাছ এবং মাংসের বাজার ঘুরে দেখেন তাঁরা। সেখানেও লাগামছাড়া দামে বিক্রি হচ্ছে পোল্ট্রি মুরগির মাংস। কেজি প্রতি ২০০ টাকা কিলো, যেখানে পোল্ট্রি ফার্মগুলিতে পাইকারি দাম রাখা হয়েছে 165 টাকা কেজি । দাম শুনে বেজায় চটে যান টাস্ক ফোর্সের সদস্য । তিনি হুঁশিয়ারি দিয়ে পুলিশের সামনে দোকানদারকে বলেন, "দাম কমাতে হবে, নইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আপনাদের বিরুদ্ধে।"