দুর্গাপুর, 30 জুন: তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের নামে পোস্টার পড়ল অণ্ডালে ৷ রবিবার সকাল হতেই নজরে এল বেশ কিছু দেওয়ালে সাঁটানো রয়েছে এই পোস্টারগুলি । তাতে লেখা রয়েছে, "চোর চোর চোর, খান্দরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ বাদ্যকর চোর । খান্দরা গ্রাম পঞ্চায়েতের প্রধান চোর ।" যাকে ঘিরে পশ্চিম বর্ধমান জেলার অণ্ডালের খান্দরা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে ।
19 জুন পানীয় জল ও সঠিক পরিষেবার দাবিতে খান্দরা গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে তালা দিয়ে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে বিক্ষোভে নেমেছিল সদস্যরাই । তার কয়েকদিন পর 24 জুন উপপ্রধানকে পঞ্চায়েত কার্যালয়ের ভিতর আটকে রেখে তালা দিয়ে তাঁর এবং প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিল সদস্যরা । শাসকদলের গোষ্ঠীকোন্দলে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল সেদিন সকাল থেকেই । এবার প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে 'চোর চোর চোর' পোস্টার পড়ল । প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির এই পোস্টার ঘিরে বিড়ম্বনায় পড়েছে জেলা তৃণমূল নেতৃত্বও ।