পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উপনির্বাচনের আবহে রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে পোস্টার, চাঞ্চল্য বাঁকুড়ায় - WB ASSEMBLY BYE ELECTION 2024

উপনির্বাচনের আবহে রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডির বিরুদ্ধে পোস্টার পড়ল ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বাঁকুড়ায় ৷

TALDANGRA ASSEMBLY ELECTION
রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে পোস্টার (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2024, 3:13 PM IST

বাঁকুড়া, 21 অক্টোবর: তালডাংরা বিধানসভার উপনির্বাচন দোরগোড়ায়। এই আবহে রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে পড়ল পোস্টার ৷ আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে বাঁকুড়ার ইন্দপুরের কুরুস্থলিয়া বাস প্রতীক্ষালয়ে পোস্টার পড়ল খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে । ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজনৈতিক মহলে ৷

সোমবার সকালে বাঁকুড়ার ইন্দপুরের কুরুস্থলিয়া বাস প্রতীক্ষালয়ের দেওয়ালে তিনটি পোস্টার নজরে আসে সাধারণ মানুষের ৷ পোস্টারে রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির জমির পরিমাণ ও রানিবাঁধে তালবেড়িয়ার রিসর্ট তৈরি নিয়ে অভিযোগ করা হয় ৷ পোস্টারে লেখা, "এত জমি হল কীভাবে ? খ্যদ্য প্রতিমন্ত্রী জবাব দাও।"

রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে পোস্টার (ইটিভি ভারত)

অন্য আর এক পোস্টারে লেখা, "দুর্নীতিগ্রস্ত খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির তালবেড়িয়া কোটি কোটি টাকার রিসর্ট হল কীভাবে ?" নির্বাচনী আবহে এলাকার মন্ত্রীর বিরুদ্ধে এমন পোস্টার পড়ায় স্বাভাবিকভাবে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, সেই বিষয়ে তারা কিছু জানেন না ৷ রাতের অন্ধকারে এই কাজ করা হয়েছে বলে দাবি তাঁদের ৷ এই বিষয়ে খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও, কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল দাবি করেন, "রাজ্যের মন্ত্রী চুরি করেছেন, সেই পোস্টার পড়বেই । সাধারণ মানুষ সমস্ত চুরি ধরে ফেলেছেন ৷ তালডাংরা বিধানসভার উপনির্বাচন যত এগিয়ে আসবে, তত চুরি সামনে আসবে ৷"

বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি রামানুজ সিংহ মহাপাত্র বলেন, "তালডাংরার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী বিপুল ভোটে জয়ী করবে ৷ তাই বিরোধীরা এই মুহূর্তে কোনও দিশা পাচ্ছেন না । পোস্টার লাগানো বিরোধীদের চক্রান্ত । এখানে বিজেপি-সিপিএম একই সঙ্গে রয়েছে ।"

আরও পড়ুন:

তালডাংরায় তৃণমূলের আস্থা শিক্ষক ফাল্গুনী, প্রতিপক্ষ বিজেপির অনন্যা

ABOUT THE AUTHOR

...view details