পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঐতিহ্যবাহী নিউ মার্কেটের 150 বছর, 'প্রাতিষ্ঠানিক ডাকটিকিট' প্রকাশের ভাবনা কলকাতা পৌরনিগমের

Kolkata New Market: কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র নিউ মার্কেট বা এসএস হগ মার্কেট ৷ এবছর এই ঐতিহ্যবাহী বাজারের 150 বছর পূর্তি হচ্ছে ৷ তাই 'প্রাতিষ্ঠানিক ডাকটিকিট' প্রকাশ করার চেষ্টা করছে কলকাতা পৌরনিগম ৷

ETV Bharat
নিউ মার্কেটের 150 বছর

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 10:37 AM IST

Updated : Feb 4, 2024, 3:50 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি:তিলোত্তমার প্রাণকেন্দ্র ধর্মতলার অন্যতম ঐতিহ্য এসএস হগ মার্কেট, যা নিউ মার্কেট নামে পরিচিত ৷ সেই ঐতিহাসিক বাজারের 150 তম বছর পূর্তি হচ্ছে এই বছর । তাই বাজারের এককোণে থাকা ক্লক টাওয়ারের সংস্কার হচ্ছে ৷ এর পাশাপাশি 150 বছরে চমক হিসেবে কলকাতা পৌরনিগম 'প্রাতিষ্ঠানিক ডাক টিকিট' প্রকাশ করতে চলেছে ৷

এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের বাজার বিভাগের মেয়র পারিষদ সদস্য আমিরুদ্দীন ববি বলেন, "150 বছর পূর্তি উপলক্ষ্যে আমরা প্রাতিষ্ঠানিক ডাকটিকিট প্রকাশ করব ৷ ডাক বিভাগে সেই আবেদন জানিয়েছি ৷ তবে দু'বছর আগে এই আবেদন করতে হয় ৷ সেই নিয়ম আমাদের জানা ছিল না ৷ আমরা দু'মাস আগে সেই আবেদন করেছি ৷ এই সংক্রান্ত যাবতীয় তথ্য দিল্লিতে পাঠানো হয়েছে ৷ আমরা আলোচনা করছি, যাতে দ্রুত দিল্লির ছাড়পত্র পাওয়া যায় ৷ এরপর প্রয়োজনীয় টাকা দিয়ে আমরা নিউ মার্কেটের 150 বছরের ডাকটিকিট নেব ৷"

1871 সালে কলকাতা পৌরনিগমের একটি কমিটি সিদ্ধান্ত নেয়, ইংরেজদের জন্য পৃথক একটি বাজার করা হবে ৷ সেই মতো ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির আর্কিটেক্টকে দিয়ে এই বাজারের গথিক নকশা তৈরি হয় ৷ ম্যাকিনটোশ বার্ন কোম্পানি সেই বাজারটি তৈরি করে ৷ 1874 সালে 1 জানুয়ারি এই বাজার উদ্বোধন হয় ৷ সেই সময় পৌরনিগমের চেয়ারম্যান স্যার স্টুয়ার্ট হগ এই গোটা বিষয়টিতে ইতিবাচক পদক্ষেপ করেন ৷ পরবর্তী সময় তাঁর নামেই এই মার্কেটের নামকরণ করা হয় 'এস এস হগ মার্কেট' ৷

ব্রিটিশ শাসনাধীন ভারতে তৈরি এই জমজমাট মার্কেটের দেড়শো বছর হচ্ছে এই বছর ৷ স্থাপত্যের দিক দিয়ে গ্রেড 1 হেরিটেজের তালিকাভুক্ত । এই বছর 150 বছর পূর্তি উদযাপন ঘিরে নানা পদক্ষেপ করেছে কলকাতা পৌরনিগমের বাজার বিভাগ ৷ ইতিমধ্যে নাগরিকদের আর্থিক সহায়তায় বাজারের এককোণে থাকা ক্লক টাওয়ারের ঘড়ি সংস্কার করা হচ্ছে ৷ ফের সেই নস্ট্যালজিক ঘণ্টার শব্দ শুনবে গোটা ধর্মতলা ৷ ফের ঘুরবে ঘড়ির কাঁটা ৷ তেমনই আরও একটি বড় চমক ৷ এই ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে ভারত সরকারের ডাক বিভাগের কাছে প্রাতিষ্ঠানিক ডাকটিকিট প্রকাশের আবেদন করেছে কলকাতা পৌরনিগম ৷

ডাক বিভাগ সূত্রে খবর, প্রাতিষ্ঠানিক ডাকটিকিট প্রকাশ করতে কমপক্ষে দু'বছর আগে আবেদন করতে হয় ৷ ঐতিহ্যবাহী যে ভবনের ছবি দিয়ে ডাকটিকিট হবে তার প্রমাণস্বরূপ ঐতিহ্যের ইতিহাস ডাক বিভাগকে পাঠাতে হয় ৷ সেই তথ্য দিল্লিতে ডিরেক্টরেটের কাছে পাঠানো হয়েছে ৷ সেখানে সব নথিপত্র, তথ্য যাচাই হওয়ার পর সবুজ সংকেত পাওয়া যাবে ৷ এরপর কত সংখ্যায় ডাকটিকিট ছাপা হবে, সেই অনুসারে টাকা জমা দিতে হয় ৷ এই ক্ষেত্রে অন্ততপক্ষে 250-300টি ডাকটিকিটের মুদ্রণ করতে হয় ৷ যার আনুমানিক মূল্য 2.5-3 লক্ষ টাকা ৷

আরও পড়ুন:

  1. নাগরিক উদ্যোগে নিউ মার্কেটের ঘড়ির কাঁটা ফের ঘুরবে, বাজবে ঘণ্টাও
  2. এক 'ক্লিকে' নগরবন্ধু পরিষেবা প্রবীণ নাগরিকদের জন্য, 1 জানুয়ারি থেকে পাওয়া যাবে সুবিধা
  3. হয়রানি কমছে ক্রেতাদের, ফ্ল্যাট-বাড়ি কেনার আগে সম্পত্তি কর নিয়ে বড় সিদ্ধান্ত মেয়রের
Last Updated : Feb 4, 2024, 3:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details