কলকাতা, 9 জুন: লোকসভা নির্বাচনে কলকাতার দু'টি আসন এবং যাদবপুরে জয়ী হয়েছে তৃণমূল ৷ দক্ষিণ কলকাতায় জয়ের ব্যবধান বাড়িয়েছে তৃণমূল ৷ তবে জয়ের চওড়া হাসি ম্লান করেছে একাধিক ওয়ার্ডে তৃণমূলের পরাজয় ৷ কলকাতার প্রায় 4 জন মেয়র পরিষদ ও একাধিক বরো চেয়ারম্যান হেরেছেন তাঁদের নিজের ওয়ার্ডে ৷ সেখানে এগিয়েছে বিজেপি ৷
কলকাতা পৌরনিগম সূত্রে খবর, পৌরনিগমের অধীনে 144 টি ওয়ার্ডের মধ্যে বিজেপি এগিয়ে 45টি ওয়ার্ডে ৷ একটি মাত্র ওয়ার্ডে এগিয়ে সিপিএম ৷ বাকি 98টি ওয়ার্ডে তৃণমূল এগিয়ে আছে ৷ গতবার 50টি ওয়ার্ডে বিজেপি এগিয়েছিল ৷ এবার সেই সংখ্যা কমেছে ৷
তবে তৃণমূলের হেরে যাওয়া ওয়ার্ডগুলির মধ্যে একাধিক হেভিওয়েট কাউন্সিলর আছেন ৷ তাঁদের মধ্যে রয়েছেন মেয়র পারিষদ সদস্য সন্দীপন সাহা, দেবাশিস কুমার, অসীম বসু ও সন্দীপ রঞ্জন বক্সি ৷ পরাজিত বরো চেয়ারম্যানদের তালিকায় আছেন সুশান্ত ঘোষ, দেবলীনা বিশ্বাস, জুঁই বিশ্বাস, সাধনা বসু, সুদীপ পল্লে ও সুস্মিতা ভট্টাচার্য ৷ পরাজিত হয়েছেন বিধায়ক পরেশ পাল ৷ তাপস রায়ের ওয়ার্ডে ফুটেছে পদ্ম ৷
কলকাতা পৌরনিগম এলাকায় দল অনুসারে কাউন্সিলরের সংখ্যায় তৃণমূলের 134 জন, বিজেপির 3, বামফ্রন্টের 2, কংগ্রেসের 2 ও নির্দল 3 জন ৷ লোকসভা ভোটের ফলাফলে তৃণমূল 98টি ওয়ার্ডে, বিজেপি 45টি ওয়ার্ডে এবং সিপিএম একটি ওয়ার্ডে জয়লাভ করেছে ৷ আর এই ফলাফলে যথেষ্ট মাথাব্যথার ও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূল শিবিরে ৷ যদিও তৃণমূল নেতৃত্ব মনে করে কলকাতা পৌরনিগম নির্বাচন হলে ফের তারাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পৌরবোর্ডের ক্ষমতায় আসবে ৷