এগরা, 31 মার্চ:লোকসভা ভোট ঘোষণা হতেই চারিদিকে শুরু হয়েছে নাকা চেকিং। এখন এই নাকা চেকিং এর কারণে জেলা পুলিশ বহু বড় বড় সাফল্য অর্জন করেছে। বেশ কয়েকদিন আগে কোলাঘাটে নাগা চেকিংয়ের সময় কয়েক লক্ষ নগদ টাকা দফায় দফায় আটক করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি তরমুজ বোঝাই গাড়ির ভিতর থেকে কয়েক লক্ষ টাকার গাঁজা উদ্ধার করে ৷
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার দোঁবাধির কাছে ৷ কাঁথি-এগরা রাজ্য সড়কে নাকা চেকিংয়ের সময় তরমুজ ভর্তি পিকআপ ভ্যানের ভিতর থেকেই কয়েক লক্ষ টাকার গাঁজা উদ্ধার করে পুলিশ ৷ যা দেখে চক্ষু চড়কগাছ পুলিশের ৷ পূর্ব মেদিনীপুরের এগরা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পিকআপ ভ্যানের থাকা তরমুজ গাড়িকে আটক করে ৷
তবে পিকআপ ভ্যানে থাকা তরমুজ বোঝাই গাড়ির অভিযুক্ত গাড়িচালককে আটক করেছে এগরা থানার পুলিশ ৷ এ বিষয়ে এগরা এসডিপিও দেবীদয়াল কুণ্ডু জানিয়েছেন, গাঁজা পাচার হচ্ছিল পিকআপ ভ্যানে ৷ 51টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়েছে ৷ এক কুইন্টাল দু-কিলো গাঁজা উদ্ধার হয়েছে ৷ তাঁর মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা এমনটাই জানিয়েছেন এগরার এসডিপিও ৷ এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷
তবে ঘটনায় অভিযুক্ত গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷ পুলিশ সূত্রে জানা যায়, গাড়িটি প্রতিবেশী রাজ্য ওড়িশা থেকে এসেছিল ৷ পূর্ব মেদিনীপুর জেলার এগরা সোলপাট্ট রাজ্য সড়ক ধরে বনগাঁর দিকে কয়েক কুইন্টাল গাঁজা পাচার হওয়ার সম্ভাবনা ছিল ৷ কিন্তু এগরা দোঁবাধি বাজারে গাড়িটিকে আটকানো হয়। তারপরে পুলিশ গাড়ির মধ্য থেকে কয়েক বস্তা যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে । গাঁজা উদ্ধারের ঘটনা শুনেই ঘটনাস্থলে উপস্থিত হন এগরা মহাকূমার এসডিও মনজিৎ কুমার যাদব। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এটা পুলিশ প্রশাসনের বড়সড় সাফল্য । কিন্তু এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন:
- নির্বাচনের আগে বঙ্গে কমিশনের অভিযান ! উদ্ধার প্রায় 8 কোটি নগদ, 140 কোটির সোনা-মাদক
- এক মাসে প্রায় 4 কোটি নগদ বাজেয়াপ্ত করল কমিশন, নজর গার্ডেনরিচ কাণ্ডেও